শুভেন্দু ভট্টাচার্য, বাচ্চু দাস: অ্যাম্বুুল্যান্সে কফিনে মাদক পাচারের চেষ্টা। সেই ঘটনাতেও এবার লাগল রাজনীতির রং। মাদককাণ্ডে ধৃত একজনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) ছবি পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ (Udayan Guha)। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। এ নিয়ে নিশীথ প্রামাণিককে ফোন করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


জলপাইগুড়ির ফুলবাড়ির কাছে সম্প্রতি একটি পাচারচক্রকে হাতেনাতে ধরে রাজ্য পুলিশের STF. ধরা পড়েন এক মহিলা সমেত চার জন পাচারকারী। কফিনের ভিতর থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পড়শি রাজ্য ত্রিপুরা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা বিহারে পাচার করা হচ্ছিল বলে STF সূত্রে জানা যায়। 


সেই ঘটনাতেই নিশীথের নাম টানলেন উদয়ন। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরার পাল্টা কৌশল নিলেন তিনি। মাদককাণ্ডে ধৃতের সঙ্গে নিশীথের একটি ছবি পোস্ট করেছেন। উদয়নের বক্তব্য, "এখানে যে এমপি-র ডেরা ভেটাগুড়িতে, সেটা হচ্ছে অ্যান্টি সোশালদের ডেন। সেখানে তারা শেল্টার পায়। অবিলম্বে এই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।"



আরও পড়ুন: Suranjan Das: 'শিক্ষায় বেসরকারি উদ্যোগ যাতে বাণিজ্যিকরণ না হয়', নয়া দায়িত্ব নিয়ে বললেন সুরঞ্জন দাস


যদিও সেই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "অভিযোগ উঠলেই যদি পদত্যাগ করতে হয়, তাহলে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদের পদত্যাগ করা দরকার।"

নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু'র গ্রেফতারি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তা নিয়ে তৃণমূলের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে গেরুয়া শিবিরকে চেপে ধরার পাল্টা কৌশল নিলেন তৃণমূল নেতা উদয়ন।


৬৪ কেজি গাঁজা সমেত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে একজন হলেন সমীর দাস। সমীরের সঙ্গেই এক ফ্রেমে নিশীথের ছবি পোস্ট কেছেন উদয়ন, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কটাক্ষ করে লিখেছেন, 'স্যর, মন খারাপ করবেন না। ব্যবসায় লাভ ক্ষতি আছেই। একবার ধরা পড়েছে গাঁজা। বারবার পড়বে না'।


উদয়নের বক্তব্য, "ছবি দিয়ে দেখিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে হাসিমুখে। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে এরা কারা? যারা গাঁজা কেসে ধরা পড়েছে। কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে, তারা হস্তক্ষেপ করুক। দেখাক তারা নিরপেক্ষ।"

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও এখনও পর্যন্ত তার কোনও উত্তর মেলেনি।