কলকাতা: ২০১৪ সালের পথচলা শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের। তারপর যতদিন গিয়েছে ক্রমশ ঊর্ধ্বগামী হয়েছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের নাম। শিক্ষাক্ষেত্রে আধুনিকতা,প্রযুক্তি এবং মেধার মেলবন্ধনের দৃষ্টান্ত রেখেছে এই বিশ্ববিদ্যালয়। লক্ষ্য থেকেছে উৎকর্ষতা এবং শিক্ষার মান। এই পথচলায় যেমন পড়ুয়া ও অভিভাবকদের অবদান রয়েছে। তেমনই বড়সড় অবদান রয়েছে প্রথিতযশা শিক্ষাব্রতীদের। এবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত স্বনামধন্য় অধ্যাপকদের সম্মানিত করল অ্যাডামাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৩১ মে, বুধবার ওবেরয় গ্র্যান্ডে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন অ্য়াডামাস বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং শিক্ষাদানের ক্ষেত্রে যাঁরা নেতৃত্ব দেন তাঁদের উত্তরীয় এবং চারাগাছ দিয়ে সম্মানিত করা হয়। 


বিশ্ববিদ্যালয়ের পথচলার কথা বলতে গিয়ে একেবারে শুরুর দিকের স্মৃতিচারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর সমিত রায়। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি বলেন, '১৯৮৫ সালে প্রথম বলেছিলাম সরকারি চাকরির জন্য নির্দিষ্ট পদ্ধতিতে ট্রেনিং প্রয়োজন। এখন সেটা বোঝা যাচ্ছে।' অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে শুধু উচ্চশিক্ষাই নয়। UPSC, WBCS হওয়ার জন্য প্রস্তুতিও যাতে পড়ুয়ারা নিতে পারেন তা দেখা হয় বলে জানিয়েছেন তিনি। শিক্ষাক্ষেত্র নিয়ে কথা বলতে গিয়ে রাজস্থানের কোটার প্রসঙ্গ উঠে এসেছে  অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়ের কথায়। তিনি বলেন, 'রাজস্থানের কোটা নিয়ে এত ইতিহাস তৈরি হতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গে সেটা হবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও রাজ্য়কে শীর্ষে নিয়ে যেতে হবে।'


এদিনই অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায় ঘোষণা করেন যে ১ জুন বৃহস্পতিবার থেকে অ্যাডামাস বিশ্ববিদ্যালের উপাচার্যে দায়িত্ব নিতে চলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুরঞ্জন দাস। 


ভাবনা রয়েছে দরিদ্র পড়ুয়াদের জন্য়ও:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশের পড়ুয়ারা কতটা পড়তে পারবেন, তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। সেই বিষয়ে চ্যান্সেলর সমিত রায় জানিয়েছেন, দরিদ্র ও প্রতিভাবান পড়ুয়াদের জন্য স্কলারশিপ ও সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, 'রাজ্যের যাঁরা সাংসদ রয়েছেন, তাঁদের আমি চিঠি লিখি যাতে তাঁরা একজন করে রেকমেন্ড করেন, সেই পড়ুয়ার দায়িত্ব অ্যাডামাস নেয়।'


রাইস অ্যাডামাস গ্রুপ উচ্চপদস্থ সরকারি চাকরির ট্রেনিং -এর ক্ষেত্রে বহু পুরনো নাম। সেটিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমিত রায়। রাজ্যের পড়ুয়ারা যাতে UPSC-ব়্যাঙ্ক করতে পারেন তার জন্য একটি ৪ বছরের কোর্স চালু হচ্ছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে। থাকবে হস্টেল ব্যবস্থা। এমন ভাবে কোর্সওয়ার্ক তৈরি হচ্ছে, তাতে চ্যান্সেলরের আশা আগামী ৫ বছরে রাজ্যে থেকে অনেকেই UPSC-তে সফল হতে পারবেন। ভারতের একাধিক রাজ্য থেকে পড়ুয়ারা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন বলেও জানিয়েছেন আচার্য সমিত রায়।


নজর খেলাধুলোতেও:
শুধু পড়াশোনাই নয়, খেলাধুলোতেও নজর দেয় এই বিশ্ববিদ্যালয়। খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় একাধিক ক্ষেত্রে ভাল ফলও করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই শিক্ষাক্ষেত্রে শুধু পড়াশোনা নয়, খেলার দিকেও নজর দেওয়া হয়ে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়।


আরও পড়ুন: খোলার কথা বলেও অবস্থান বদল, গরমের ছুটি বাড়ল আরও, কবে খুলবে স্কুল জানুন


Education Loan Information:

Calculate Education Loan EMI