কলকাতা: দিল্লিতে কর্মসূচি চলাকালীন, কর্মসূচির দ্বিতীয় দিনই নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব। হাইকোর্টের বিচারপতির নির্দেশের পরই তলব। সেই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই মামলার শুনানি হবে বুধবার। অভিষেক যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) সামনে হাজিরা দেবেন না, তা সময় থাকতে জানানো হয়েছিল কিনা, জানতে চান বিচারপতি। সেই নিয়ে অভিষেকের আইনজীবীর কাছে জবাব চাওয়া হলেও, মামলার শুনানি সম্ভব হয়নি আজ। (Calcutta High Court)


প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তাতে আদালত জানতে চায়, ED-র তলবে তিনি যে সাড়া দেবেন না, তা আগে জানাননি কেন অভিষেক? বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের তরফে এই প্রশ্ন তোলা হয়। 


আদালতের প্রশ্নের সেই অর্থে কোনও জবাব দিতে পারেননি অভিষেকের আইনজীবী। বরং তাঁরা জানান, ২৭ সেপ্টেম্বর সমন জারির পর পরিস্থিতি অন্য দিকে চলে যায়। যে মামলায় অভিষেককে হাজিরা দিতে বলা হয়, তাতে তিনি কোনও পক্ষই নন। তাই নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। এদিন সাড়ে ১২টায় শুনানি হওয়ার কথা থাকলেও, কিছু আইনি প্রক্রিয়া আটকে থাকায়, আগামী কাল শুনানি হবে বলে ঠিক হয়।


আরও পড়ুন: Saumitra Khan: তৃণমূল থেকে সাড়া না পেয়ে পুরনো দল কংগ্রেসের দিকে ঝুঁকছেন সৌমিত্র! ভাইরাল ছবি ঘিরে বাড়ছে জল্পনা


এদিন আদালতে অভিষেকের আইনজীবীর সওয়াল, যখনই তাঁর মক্কেলের রাজনৈতিক কর্মসূচি থাকে, তখনই তাঁকে ডেকে পাঠানো হয়। এই মামলায় ED-র তদন্তকারী অফিসারও বদলে দিয়েছে আদালত। তাতে বিচারপতি জানান, সেটি এই মামলার বিষয়বস্তু নয়। ED প্রশ্ন তোলে, "তদন্তকারী অফিসার বদল নিয়ে আমাদের আপত্তি নেই, মামলাকারীর আপত্তি কিসের?"


বিচারপতি জানতে চান, অভিষেক এর আগে ED-র ডাকে সাড়া দিয়েছেন কিনা। তাতে অভিষেকের আইনজীবী জানান, অনেক বার। তাহলে এবার কেন সমনে সাড়া দেওয়া হল না, প্রশ্ন করেন বিচারপতি। জবাবে অভিষেকের আইনজীবী জানান, আজ রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেকের। গোটা বিশ্ব জানে আজ কর্মসূচি রয়েছে, শুধু ED জানে না।  তাতে বিচারপতি বলেন, "ED-কে বলবেন যে আজ অসুবিধা আছে, অন্য দিন যাবেন।"


গত ২৫ সেপ্টেম্বর নির্দেশনামায় ১৮৮A, হরিশ মুখার্জি রোডের বাড়ির বিস্তারিত তথ্য তলব করেন বিচারপতি অমৃতা সিন্হা, অভিষেক, তাঁর বাবা-মায়ের সম্পত্তির খতিয়ানও চাওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর, ED-র অধিকর্তাকে নির্দেশ দেন অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় সেদিকে নজর দিতে। এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। অভিষেকের আইনজীবীর সওয়াল, তাঁর মক্কেল এই মামলায় পার্টি নন। তাঁকে পার্টি হওয়ার অনুমতি দেয়নি আদালত। কিন্তু তাঁর মক্কেলের বিরুদ্ধে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে। বারবার সমন পাঠানো হচ্ছে। সওয়াল অভিষেকের আইনজীবীর।