কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আমেরিকা থেকে চোখে অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন সবে। তার পরই মঙ্গলবার কালীঘাটের মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  এর আগে, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পুজোয় গিয়েছিলেন অভিষেক।

মঙ্গলবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন অভিষেক

মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ কালীঘাট মন্দিরে পুজো গিতে পৌঁছন অভিষেক। পুজো দিয়ে বেরনোর সময় মুখোমুখি হন সংবাদমাধ্যমের। শরীরের অবস্থা জানতে চাইলে অভিষেক বলেন, "আপনাদের আশীর্বাদে, ভালবাসায় ভাল আছি আমি। আশাকরি শীঘ্র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।" সবার পুজো কেমন কাটল, তা-ও এ দিন জানতে চান অভিষেক। 

সোমবারই আমেরিকা থেকে কলকাতায় ফেরেন অভিষেক। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও, দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাঁকে। এর পর মমতার বাড়ির পুজোয় গিয়ে উপস্থিত হন। তবে পুজোয় থাকলেও, চোখের কথা মাথায় রেখে হোমযজ্ঞের সময় ছিলেন না তিনি। 

আরও পড়ুন: Surya Grahan 2022: বছরের শেষ সূর্যগ্রহণ, ১১ মিনিটের খণ্ডগ্রাস গ্রহণের সাক্ষী থাকল কলকাতা

২০১৬ সালে পথ দুর্ঘটনায় পড়েন অভিষেক। মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উল্টে যায় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড়টি ভেঙে যায়। সেই থেকে দীর্ঘ দিন চোখ নিয়ে ভুগছেন অভিষেক। এর আগে চোখের চিকিৎসায় দুবাইও যান তিনি। একাধিক বার চোখে অস্ত্রোপচারও হয়েছে। সম্প্রতি ফের আমেরিকার হাসপাতালে ফের তাঁর অস্ত্রোপচার হয়।

আমেরিকায় চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন সবে

অভিষেকের অস্ত্রোপচারের কথা প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। লাল টকটকে চোখ-সহ অভিষেকের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্যও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন কিছু অমানবিক লোকজন। ওঁদের দেখা উচিত, অভিষেকের চোখের কী অবস্থা। একটি দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল ওঁর চোখ। ওঁর অস্ত্রোপচার হয়েছে। এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন। ওঁর দ্রুত আরোগ্য এবং চোখ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এই প্রার্থনাই করি।'

সেই সময় কুণাল যে ছবি পোসল্ট করেন, তাতে অভিষেকের চোখের মণির চারদিক লাল টকটকে হয়ে থাকতে দেখা যায়। চোখের নিচের অংশ ফোলা এবং ক্ষতের দাগও বোঝা যায় স্পষ্ট, যা অস্ত্রোপচারের দাগ বলেই ঠাহর হয়।