কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI Interrogation)। সকাল ১০টা ৫৯ মিনিটে নিজাম প্যালেসে ঢুকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেরোলেন রাত ৮টা ৩৮-মিনিটে। নিজাম প্যালেস থেকে বেরিয়েই সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। পাশাপাশি আরও একবার প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে।


সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে অভিষেক একের পর এক ইস্যুতে সুর চড়ান। বলেন, "জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, অশ্বডিম্ব। যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদের সময় নষ্ট। আমারও সময় নষ্ট। প্রথম দিন থেকে আমাকে টার্গেট করা হয়েছে। ইডি-সিবিআইকে দিয়ে ধমকানোর চেষ্টা করা হয়েছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি।" একাধিক ঘটনায় তদন্তের নির্যাস কী ? সেই প্রশ্নও তুলে দেন তিনি। অভিষেক বলেন, "এক বছর ধরে এসএসসি তদন্ত, ১০ বছর ধরে সারদা তদন্ত, একজনও টাকা ফেরত পেয়েছেন ? ১৫ বছর ধরে নোবেল চুরির তদন্ত হচ্ছে, নির্যাস শূন্য। নারদায় যাকে টাকা নিতে ডাকা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ?"


অভিষেক অভিযোগ করেন, নবজোয়ার রুখতে নোটিস পাঠাচ্ছে। তিনি বলেন, "আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন। কেউ তো আটকাচ্ছে না। ইডি, সিবিআই, এনআইএ, এজেন্সিকে দিয়ে ধমকানো হচ্ছে। আমরা বশ্যতা স্বীকার করব না। তদন্তের নাম করে জনসংযোগ যাত্রা রোখার সুপরিকল্পিত চক্রান্ত।"


একহাত নেন গেরুয়া শিবিরকে। বলেন, "আমি দিল্লির পোষা কুকুর হব না। সবকটা চোর বিজেপির সদস্য। বিজেপি কোনও দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। শুভেন্দুকে নারদায় টাকা নিতে দেখা গিয়েছে, ওঁকে সাসপেন্ড করেছে ? চিঠির ভিত্তিতে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করছে না ? অমিত শাহ নিজে বলেছিলেন, তাঁকে মোদির নাম বলতে চাপ দিয়েছিল সিবিআই। এরজন্য অমিত শাহকে ডেকেছে সিবিআই ? দিল্লির গা-জোয়ারি বরদাস্ত করব না। সিবিআইয়ের কাছে কি নারদার ফুটেজ নেই ? তাও শুভেন্দুকে ডাকছে না কেন ? এই জন্যই সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে।"


তাঁর অভিযোগ, রাজনৈতিক দলের নির্দেশে এসব হচ্ছে। যাকে সিবিআই ডাকছে তাঁর সঙ্গে সেটিং, নাকি যাকে ডাকছে না তাঁর সঙ্গে সেটিং? শুভেন্দুর বিরুদ্ধে সিবিআইয়ের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, "শুভেন্দুর বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাও তাঁকে ডাকছে না। প্রসন্নর বাড়িতে দিলীপের দলিল মিলেছে, তাঁকেও ডাকেনি সিবিআই। বিজেপির জন্য এক আইন, আমার জন্য আরেক আইন। কংগ্রেসও এজেন্সিকে ব্যবহার করেছে। আমার যা বলার সিবিআইকে বলে এসেছি। আমি রয়্য়াল বেঙ্গল টাইগার হয়েই থাকব। নবজোয়ায়ের সাফল্য দেখেই এসব করছে। রাজনৈতিকভাবে লড়তে না পেরে ইডি-সিবিআইকে লেলিয়ে দিয়েছি। আমি প্রাইম টার্গেট, তাও আমি থামব না। নবজোয়ারকে জনজোয়ারে পরিণত করব।"