কলকাতা: দিল্লি ছাড়ার আগেই ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের। আগামী ৯ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় গতকালও অভিষেককে তলব করেছিল ED. দিল্লিতে দলীয় কর্মসূচি থাকায় হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পর অভিষেক কলকাতায় ফেরার আগেই তাঁকে ফের সমন পাঠানো হল। (Primary Recruitment Case)


১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গত দুই দিন দিল্লিতে ধর্না কর্মসূচিও চালিয়েছে তারা। সেই নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। কৃষিভবন থেকে টেনে-হিঁচড়ে বের করা হয় অভিষেক-সহ তৃণমূলের নেতা-সাংসদদের। অভিষেসক-সহ সকলকে আটকও করে দিল্লি পুলিশ। পরে রাতে যদিও বেরিয়ে আসেন তাঁরা। 


গতকাল দিনভর ধুন্ধুমারের পর দিল্লিতে দাঁড়িয়েই কলকাতায় রাজভবন অভিযানের ঘোষণা করেন অভিষেক। বৃহস্পতিবার রাজভবনের সামনে ১ লক্ষ লোক জমায়েত করার হুঁশিয়ারি দেন তিনি। বঞ্চিতদের ৫০ হাজার চিঠি নিয়ে অভিযান হবে বলে জানান। তার পর কয়েক ঘণ্টা পরই ফের অভিষেককে সমন পাঠাল ED. ঘটনাচক্রে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও (Rujira Banerjee) আগামী সপ্তাহে তলব করেছে ED. তাঁর বয়ান রেকর্ড করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। 


আরও পড়ুন: Rujira Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার তলব রুজিরাকে, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ


এ নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "এবার অভিষেকের বাড়ির কাজের লোক, গাড়ির চালককে ডাকা বাকি। তার পরও কিছু করতে পারছে না। অভিষেক ফোবিয়া বিজেপি-কে তাড়া করে বেড়াচ্ছে। তাই এভাবে হেনস্থা করা হচ্ছে।" রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সংস্থা যদি কোনও প্রমাণ করতে না পারে, তাহলে বার বার রক্ষাকবচের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন কেন অভিষেক? আর ED-র তলব শুনে শুনে ক্লান্ত মানুষ। আমাদের আর কোনও আগ্রহ নেই। আগ্রহ নেই মানুষেরও। এই খেলা থেকে বেরিয়ে আসুক পশ্চিমবঙ্গ।"


গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির আগেই বেছে বেছে অভিষেককে তলব করা হচ্ছে বলে লাগাতার অভিযোগ তুলে আসছে তৃণমূল। তৃণমূলের দাবি, অভিষেককে দেখে আসলে ভয় পাচ্ছে বিজেপি। তাই বার বার তদন্তকারীদের দিয়ে হেনস্থা করা হচ্ছে। এর আগে, জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে এসে অভিষেক নিজেও একই অভিযোগ করেছিলেন। বারং বার ডেকে পাঠানো হলেও, ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হলেও, সবের নিটফল শূন্য বলে দাবি করেন তিনি।