নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে আবারও প্রার্থী হবে কিনা, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই সংসদে ঘাটালের সমস্যার কথা তুলে ধরলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার সংসদের শেষ অধিবেশন। সেখানেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আবারও তুলে ধরলেন তিনি। পরিষ্কার বাংলাতেই সংসদে কথা বললেন তৃণমূলের তারকা সাংসদ। 


বৃহস্পতিবার সংসদে কথা বলতে ওঠেন দেব। তিনি বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথম বার সংসদে কথা বলেছিলাম। আজ সংসদে শেষ দিন আমার। ১৯৫০ সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে টানাপোড়েন। ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা তৃণমূল বা বিজেপি-র সমস্যা নয়, সাধারণ মানুষের সমস্যা।"


ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আরও বলেন, "দল-মতকে সরিয়ে রেখে পরবর্তী সরকার যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করে। প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষ যে স্বপ্ন দেখেছিলেন, তা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি না থাকি, ঘাটালের মানুষের কষ্ট দূর হয় যেন। আমাকে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ধন্যবাদ ঘাটালের মানুষকে, আমি সাংসদ থাকি বা না থাকি। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারাজীবন থাকবে।"


ফি বছর বানভাসি হওয়া ঘাটালকে রক্ষা করতেই ঘাটাল মাস্টার প্ল্যান। গত কয়েক দশকে বার বার এই প্রকল্পের কথা উঠে এসেছে। সাংসদ হিসেবে লোকসভায় প্রবেশের পর প্রথম বক্তৃতায় দেব নিজেও সেই নিয়ে সওয়াল করেন। কিন্তু আলোচনা-বিতর্কই সার। কয়েক দশক কেটে গেলেও, চাকা গড়ায়নি। রাজনীতির কারণেই পরিকল্পনার বাস্তবায়ন আটকে গিয়েছে বলে শোনা গিয়েছে আক্ষেপও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সংসদের শেষ অধিবেশনও সেই নিয়ে সওয়াল করলেন তিনি।


তবে সাংসদ থাকুন বা না থাকুন বলে যে মন্তব্য করেছেন দেব, তা গুরুত্ব দিয়ে দেখছেন সকলেই। কারণ বেশ কিছু দিন ধরেই তৃণমূলে দেবকে নিয়ে অস্বস্তি। অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেব সাংসদ হতে আর আগ্রহী নন বলে শোনা যায়। সম্প্রতি মমতা যদিও ফের দেবকে নির্বাচনে দাঁড়ানোর কথা বলেন, কিন্তু দেবের তরফে প্রতিক্রিয়া ছিল ঠান্ডাই। তার মধ্যেউ সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দেন দেব, তাতে তাঁকে নিয়ে জল্পনা বাড়ে। বিজেপি-র রুদ্রনীল ঘোষ আবার গেরুয়া শিবিরের সঙ্গে দেবের যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন। সেই আবহে দেবের এদিনের বক্তব্যে জল্পনা জোর পেল আরও।