কলকাতা: গতকাল নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার একাধিক অভিযোগ তুলে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে দায়ী করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, নবান্ন অভিযানে আহত অভয়ার মা, 'যা ঘটেছে আমি মর্মাহত', বললেন বারাসাতের TMC বিধায়ক চিরঞ্জিৎ
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,'নবান্ন অভিযানের নামে শুভেন্দুর নেতৃত্বে অরাজকতা। শুভেন্দু অধিকারীর উস্কানিতে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে কোনও এফআইআর নয়, রায় দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই রায়ের জন্যই পরপর অপরাধমূলক কাজ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যাঁদেরকে পিগ সন বলে, তাঁদেরকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। হাইকোর্টের নির্দেশে বিরোধী দলনেতা কতবড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে, হাইকোর্টও দেখুক', মন্তব্য কল্যাণের।
গতকাল আরজি কর কাণ্ডের ১ বছর পূর্ণ হয়েছে।... তরুণী চিকিৎসকের মা-বাবার আহ্বানে, অভিযানে যোগ দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। কিন্তু মিছিল পার্কস্ট্রিটে পৌঁছতেই ধুন্ধুমার বাঁধে। ব্য়ারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা, পাল্টা পুলিশের লাঠিচার্জ। অভিযোগ, লাঠিচার্জে আহত হন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। পাল্টা তৃণমূলের বক্তব্য় অরাজকতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে বিজেপিই।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লাঠি দিয়ে পিটিয়েছে, প্রত্যেকে লাঠির ঘা খেয়েছে, প্রত্যেকে লাঠির ঘা খেয়েছে। তৃণমূল বিধায়ক ও শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, আজ কলকাতার বুকে অরাজকতা কে তৈরি করল? ভারতীয় জনতা পার্টি। কোথাও ব্য়ারিকেড ভাঙার চেষ্টা। কোথাও পুলিশের ব্য়াপক লাঠিচার্জ। পুলিশের ব্য়াপক লাঠিচার্জ। কোথাও ধস্তাধস্তি! কোথাও ঠেলাঠেলি! আর জি কর মেডিক্য়ালে, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বর্ষপূর্তির দিনে, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁর মা-বাবা। সেই কর্মসূচি ঘিরে, উত্তপ্ত হয়ে উঠল নবান্ন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের পার্কস্ট্রিট!
শনিবার বিজেপি বিধায়কদের নিয়ে নবান্ন অভিযানে অংশ নেন শুভেন্দু অধিকারী। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'মমতা ভয় পেয়েছে। এই যে পুলিশদের দেখছেন, এরা DA পায় না, কিন্তু এরা চাটুকারিতা করে। অভয়ার ১ বছর হয়ে গেল। বিচার মেলেনি। আমরা ওঁর ইস্তফা দাবি করছি। '
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)