নদিয়া : রাস্তার পাশের দোকানে চায়ের সসপ্যানে হাত। ফুটতে থাকা দুধ চায়ে পরিমাণ মতো চিনির মিশ্রণ। ততক্ষণে গোটা এলাকা ভরে গিয়েছে লোকজনে। সাংসদকে এভাবে চা-বানানোর ভূমিকায় দেখে কৌতুহল চারিদিকে। দোকানদারের সঙ্গে চা বানানোয় হাত লাগিয়েই অবশ্য থামা নয়। জনসংযোগের যে চেহারা নিজেই নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। পাশাপাশি দিয়েছেন বিশেষ বার্তাও।


সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Krishnanagar TMC MP) তাঁর চা-বানিয়ে জনসংযোগের ভিডিও পোস্ট করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, 'দেখা যাক এটা কোথায় নিয়ে যায়...'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর সঙ্গে ঘাসফুল শিবিরের সংযোগ বাড়াতে নতুন দিদির সুরক্ষা কবচ অভিযান শুরু করেছেন। যে অভিযানের অঙ্গ হিসেবেই চা বানিয়ে জনসংযোগে নেমেছিলেন মহুয়া মৈত্র। পাশাপাশি তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় তৈরি হয়েছে জল্পনা। 


চা বানানো তাঁকে কোথায় নিয়ে যায় বলে কী আখেরে প্রধানমন্ত্রীত্ব পদের দিকে ইঙ্গিত করতে চাইলেন তিনি! শুরু হয়েছে গুঞ্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) একাধিকবার চা বানানোর প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন যিনি, তিনিই কি তাঁর পথের উল্লেখ করে কোনও বার্তা দিতে চাইলেন ? মহুয়া মৈত্র-র সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বিভিন্ন মন্তব্যও ভেসে এসেছে। কেউ কেউ লিখেছেন, কোথায় নিয়ে যেতে পারে, সে সম্পর্কে আপনি ভালই জানেন। আবার কেউ কেউ খোঁটা দিয়ে লিখেছেন, এমবিএ চাওয়ালি! সবমিলিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 


কেউ আবার কটাক্ষ করে বলেছেন, চা কোথায় বানালেন, শুধু তো তৈরি হতে থাকা চায়ে চিনি মেশালেন! যদিও সেই কটাক্ষের পাল্টা জবাবও দিয়েছেন মহুয়া মৈত্র। তিনি লিখেছেন, জল গরম হওয়া শুরু থেকে আদা মেশানো-চা ছাঁকার পুরো ভিডিওটা দিতে হলে ১০ মিনিটের ভিডিও আপলোড করতে হত। যেটা আসলে শ্বাশুড়ি-বৌমা সিরিয়ালসুলভ গিয়ে দাঁড়াত!






আরও পড়ুন- তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর