প্রকাশ সিনহা, মুর্শিদাবাদ : এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) জাকির হোসেনের (Jakir Hossain) তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হল 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ হয়েছে কোটি টাকা। গতকাল জাকিরের বাড়ি, অফিস, গুদাম, কারাখানায় তল্লাশি চালায় আয়কর দফতর (Income Tax Department)। কোথা থেকে এল এত নগদ টাকা, খতিয়ে দেখছে আয়কর দফতর। জঙ্গিপুর ছাড়াও দিল্লি ও কলকাতায় অভিযান চালায় আয়কর দফতর। প্রসঙ্গত এখনও পর্যন্ত উদ্ধার হয় মোট প্রায় ১৫ কোটি টাকা।


এত টাকা কার ?


জাকির হোসেনের একটি অফিস থেকেই উদ্ধার হয়েছে ৯ কোটি টাকা। যে টাকা একটি কার্টুনের মধ্যে লুকিয়ে রাখা ছিল। যার পরই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এভাবে কেন লুকিয়ে রাখা ছিল টাকা ? এত বিপুল পরিমাণ টাকা আসলে কার ? এই সমস্ত প্রশ্ন বিভিন্ন অফিসের কর্মীদের কাছে জানতে চান আয়কর দফতরের কর্মীরা। যদিও কোনও প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি কেউ-ই। যার পরই প্রশ্ন ঘোরালো হয়, যে এই টাকা আসলে কার ? টাকা কী বিধায়কের, নাকি এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে যোগ রয়েছে পাচারকারীদের ? সীমান্ত ঘেঁষা এলাকা বলেই পাচারের টাকা কি না, সেই সন্দেহ তৈরি হয়েছে আয়কর দফতরের আধিকারিকদের। এই টাকার সঙ্গে কোনও হাওয়ালা যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


একাধিক জায়গায় অভিযান


জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, তাঁর ম্যানেজারের বাড়ি, বিধায়কের চালকল, তেলকল, জুটমিল সহ মোট ২৮ জায়গায় একসঙ্গে হানা দেয় আয়কর দফতর। যারপর একযোগে শুরু হয় তল্লাশি। যে তল্লাশিতেই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় 'কুবেরের ধন'। কিন্তু এই টাকা আসলে কার, সেই উত্তর মেলেনি এখনও। 


ইতিমধ্যে যে টাকা উদ্ধার হওয়া নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোরও। রাজ্যের একাধিক দুর্নীতির ইস্যুর কথা মনে করিয়ে বিরোধী শিবির দায় চাপিয়েছে শাসকদল তথা তৃণমূলের বিধায়কের দিকেই। পাল্টা বেছে বেছে রাজ্যের শাসকদলের নেতাদের টার্গেট করা হচ্ছে বলেই সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। সবমিলিয়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা কার, সেই খোঁজ নিয়ে যেমন চলছে তল্লাশি। তেমনই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যের আরও এক বিধায়কের বাড়ি-অফিস থেকে কুবেরের ধন উদ্ধার নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েনও। 


আরও পড়ুন- চাকরি দেওয়ার নাম করে ১৯ কোটি টাকা নেন যুব তৃণমূল নেতা! গোয়েন্দাদের জানালেন তাপস