সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিয়োগ নিয়ে দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও বর্তমান শিক্ষকদের আদর্শ নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশ্ন তুললেন তৃণমূল সংসদ সৌগত রায়। 

সাংসদের বক্তব্য, 'আপনারা ভেবে দেখবেন, মাইনে তো অনেক বাড়িয়েছি। টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি? এখন ঠিকই যে শিক্ষকদের আন্দোলনে বাস জ্বলে না কিন্তু সেই ডেডিকেশনটা কমে গেছে। শিক্ষক নিয়োগ নিয়ে যে সব প্রশ্ন উঠছে আমি তার মধ্যে যেতে চাই না। এটা খুব দুর্ভাগ্যজনক যে, আমাদের দেশে এটা হচ্ছে।'                                                                   

উত্তর ২৪ পরগনার বরানগর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে শিক্ষক দিবসের অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সাংসদের বক্তব্য, 'আমি নিজেকে প্রশ্ন করি, আমি নিজে ৩৫ বছর কলেজে পড়াতাম। সত্যিই কি শিক্ষার উন্নতি হয়েছে? আমার নিজের মনের উত্তর হচ্ছে, না। কিছুর উন্নতি করার একমাত্র উপায় কিছু টাকা বাড়িয়ে দেওয়া নয়। যে কোনও কিছু আপনি করেন না কেন তার মধ্যে একটা আদর্শ থাকতে হবে। সবটাই পৃথিবীতে টাকা আনার হিসেব নয়। আমরা যখন ছোট ছিলাম, তখন শিক্ষা একটা পেশা ছিল না, শিক্ষা একটা মিশন ছিল।' 

নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সিপিএম-এর কেন্দ্রীয় সমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'সৌগত রায় সাংসদ, অধ্যাপক। মর্যাদা নিয়ে চলেন। তৃণমূলে তিনি হাত পেতে টাকা নিয়েছেন। তাঁর মুখে এই সব কথা মাথায়?' 

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়। দীর্ঘ ৯ বছর পর রবিবার হল নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। কড়া নিরাপত্তা, নজরদারি থেকে প্রশ্নপত্র ও OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে SSC। এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ-দুর্নীতি, শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হল।