সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  সন্দেশখালি নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরেও আজব দাবি করলেন সৌগত রায়। তৃণমূল সাংসদের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। রাজ্য পুলিশের DG নিজে গিয়ে জবানবন্দি নিয়েছেন মহিলাদের, জানতে চেয়েছেন এমন অভিযোগ রয়েছে কি না, কিন্তু অত্যাচারের কোনও অভিযোগই মেলেনি।


একই সঙ্গে সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে কিছু ঘটে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গ্রেফতার করেছে। ED বা CBI শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি। শিবু, উত্তমদেরও রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। গতকাল খড়দার সভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই বক্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও আগেই সন্দেশখালিকাণ্ডে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।


এর আগে ২৫ ফেব্রুয়ারি, সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যম তৈরি করছে বলে মন্তব্য করেন সৌগত রায়। তিনি বলেছিলেন, ' সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা, সংবাদমাধ্যম তৈরি করছে! আমি আর তাতে যোগ দিতে চাই না' । সন্দেশখালি ইস্যুতে যখন উত্তাল রাজ্য রাজনীতি, লোকসভা ভোটের আগে শাসকদল যখন সন্দেশখালির ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট, ঠিক তখন এভাবে বারবার নতুন তত্ত্ব খাড়া করে নতুন বিতর্কের ইন্ধন জোগাচ্ছেন তৃণমূলের প্রবীণ সাংসদ।  


ভেড়ির জন্য গায়ের জোরে জমি দখল,চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, গরিব গ্রামবাসীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা, 
নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে এখনও ফুঁসছে সন্দেশখালি। শেখ শাহজাহান এখন সিবিআই হেফাজতে। কিন্তু তাও নাকি ত্রস্ত সন্দেশখালি। রয়ে গিয়েছেন শাহজাহানের কিছু সহযোগী। তারাও কিছু কম যান না বলে দাবি কয়েকজন গ্রামবাসীর। তারই মধ্যে সৌগত রায়ের এ হেন বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়েছে।  


কিছুদিন আগেই  লোকসভা ভোটে টিকিট পাওয়া নিয়ে সংশয়ের সুর শোনা যায় দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। বৃহস্পতিবার বরানগর পুরসভার অনুষ্ঠানে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি। আবার ঠিক তার পরদিনই বলেন, 'ফের টিকিট পেলে জিতব।'                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু