জয়ন্ত পাল, দমদম: ফের বিরোধীদের হঁশিয়ারি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের। "পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের (Trinamool Congress) সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়।  রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি।'' ফের হুমকি সৌগত রায়ের (Sougata Roy)। গতকাল দক্ষিণ দমদম পুরসভার (South Dumdum Municipality) ২ নম্বর ওয়ার্ডে জল প্রকল্পের উদ্বোধনে এসে বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন দমদমের তৃণমূল সাংসদ। 


হঁশিয়ারি দমদমের তৃণমূল সাংসদের: যদিও এই প্রথম নয়, এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP)। তাতে বিস্তর বিতর্ক হয়েছে রাজনৈতিক মহলে। তারপরেও অভ্যাসে ছেদ পড়েনি। ফের হুঁশিয়ারি সুর তাঁর গলায়। এর আগে গত মাসে সৌগত রায় বলেন,  “যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।’’ 


সৌগতর মন্তব্যে তুঙ্গে তরজা: এনিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "সৌগত বাবুর কাছে প্রশ্ন, উনি কি তৃণমূলের হোয়াইট ওয়াশ করার ঠেকা নিয়েছেন? ওঁর নিজের গায়ে তো কালি লেগে আছে। ওঁকে টাকা নিতে দেখা গিয়েছে। আপনার নেতাদের যখন টাকার বান্ডিল দেখা যায়, তখন আপনার ছেলেরা রেগে যায় না? আপনার নেতাদের কয়লা পাচার, গরু পাচারে নাম জড়িয়ে যাচ্ছে, তখন ছেলেদের রাগ হয় না? আপনার ছেলেদের গায়ে রক্ত নেই?  একশো দিনের কাজ থেকে পঞ্চায়েতে টাকা তৃণমূল লুঠ থেকে যত রকম দু্র্নীতি হচ্ছে রাজ্যে তাতে ছেলেরা রাগে না? এই রাগ বেশি দিন থাকবে না। খালি চোরকে চোর বললে রেগে যায়? মানুষ রাগ এই নামিয়ে দেবে। যে বয়সে সেটা শোভা পায়, সেই বয়সে সেরকম ব্যবহার করুন।'' সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "বয়স যত বাড়ছে দুর্গন্ধ তত বেশি ছড়াচ্ছেন। এতে তৃণমূলের নেতা ওঁকে বেশি পছন্দ করবেন ভাবছেন। সৌগত বাবু হাতে হাতে টাকা নিয়েছিলেন, তাঁকে কী বলা হবে? লুটেরা? আরও কয়েকজন সাংসদ ওঁর সঙ্গে ছিলেন। তৃণমূলের নেতারা অনেকেই চোর, এটা বলা ভাল। ''


আরও পড়ুন: West Burdwan News: কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণ, একাধিক বাড়িতে ফাটল, ঘরছাড়া বহু