বিটন চক্রবর্তী,  পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের কালিচরনপুর গ্রাম পঞ্চায়েতে (Panchayat Poll 2023) জিতেও স্বস্তি নেই রাজ্যের শাসক শিবিরের (TMC)। প্রধান পদটি তফসিলি জাতিভুক্ত মহিলার জন্য সংরক্ষিত হলেও, তৃণমূল কংগ্রেসের কোনও এসসি প্রার্থীই জেতেনি। অন্যদিকে বিজেপির এসসি মহিলা প্রার্থী জয়ী হওয়ায় বোর্ডের প্রধানের অন্যতম দাবিদার তারা। এই পরিস্থিতিতে  নিরাপত্তার স্বার্থে জয়ী সদস্যদের একাংশকে অন্যত্র রাখার কথা স্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব (BJP)। নন্দীগ্রামে এখন অনেক খেলা বাকি, দলবদলের জল্পনা উস্কে দিয়ে মত নন্দীগ্রাম তৃণমূল নেতৃত্বর।


কালিচরনপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান কে হবে ?


পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রামে তৃণমূলের ভাঙন রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্যের শাসক শিবির। গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যদের দলত্যাগ না করার বিষয়ে শপথবাক্য পাঠ করানো থেকে পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যদের একাংশের শংসাপত্র পার্টি অফিসে জমা রাখা, সবই হয়েছে। এবার নন্দীগ্রাম ১ নং ব্লকের কালিচরনপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান কে হবে ? সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।


মোট ১৭ আসনের ৯টি পেয়েছে তৃণমূল 


এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৭। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭টি, আর নির্দলের ঝুলিতে গিয়েছে ১টি আসন। এই গ্রাম পঞ্চায়েতের বোর্ড় গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্য রাজ্যের শাসক দলের থাকলেও প্রধান পদ নিয়ে তারা সমস্যায় পড়েছেন। কারণ এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদটি তফসিলি মহিলা হিসেবে সংরক্ষিত রয়েছে।


কেন জয়ের পরেও অধরা পঞ্চায়েত প্রধানের পদ তৃণমূলের ?


কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউই এই যোগ্যতায় জয়লাভ করেনি। ফলে পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী বিজেপিরই কোনও এসসি মহিলাকে প্রধান করতে হবে। আর এই জটিল সমীকরণে নন্দীগ্রামে চড়ছে রাজনৈতিক পারদ। বিজেপির অভিযোগ, জোর করে শাসকদল দলবদল করাতে পারে, পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, সেই জন্য এলাকার অধিকাংশ জয়ী বিজেপি প্রার্থীদের নিরাপদ জায়গায় রাখা হয়েছে।


'আত্মগোপন'


পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকেই  এই কালিচরনপুর গ্রাম পঞ্চায়েত দুই জয়ী তফসিলিজাতিভুক্ত মহিলা অন্যত্র আত্মগোপন করেছিলেন। একজন হলেন দিপালী দাস অন্যজন তনুশ্রী দাস। বুধবার এই দুই মহিলার বাড়িতে গিয়ে দেখা গেল বাড়িতে দিপালী দাস নেই। তার ছেলে জানালেন মা আত্মীয়বাড়ি গেছেন। আর তনুশ্রীর স্বামী জানালেন, নানান চাপ এসেছিল, সেইজন্য স্ত্রীকে দলের উচ্চ নেতৃত্ব অন্য জায়গায় রেখেছিল। মেয়ের পরীক্ষার জন্য মঙ্গলবার ফিরেছে।


আরও পড়ুন, OMR Sheet-এ কারচুপির তালিকায় ৯০৭ শিক্ষক ! আদালতের নির্দেশে প্রকাশ্য়ে আনল SSC


আমাদেরই প্রধান হবে: BJP


তবে নন্দীগ্রামের এই কালিচরনপুর গ্রাম পঞ্চায়েতের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে যুযুধান দুই দল তৃণমূল ও বিজেপি বোর্ড গঠনের ক্ষেত্রে আত্মবিশ্বাসী। বিজেপির বক্তব্য, আমাদেরই প্রধান হবে। অন্যদিকে নন্দীগ্রামের এখনো অনেক ট্যুইস্ট আছে বলে জল্পনা বাড়িয়েছে তৃণমুল। বিজেপি সূত্রে খবর, শুধুমাত্র এই কালিচরনপুর গ্রাম পঞ্চায়েত নয়, আরো বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত সহ নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সদস্যরা নিরাপত্তার স্বার্থে আত্মগোপন করে আছেন। ঘোড়া কেনাবাচার জটিল অঙ্কের কোনও প্রভাব এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের ওপর পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়।