ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বীরভূম (Birbhum) জেলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) একজন পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম সমীর থান্ডার (৪৬)। এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত সমীর থান্ডার বীরভূম জেলার বোলপুর পুরসভার সেনেটারি ডিপার্টমেন্টে কর্মরত থাকার পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। তাঁর বাড়ি শান্তিনিকেতন থানার কঙ্কালিতলা পঞ্চায়েতের পারুলডাঙা গ্রামে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার রাতে সমীর থান্ডার যখন বাড়ি ফিরছিলেন তখন উত্তরনারায়ণপুর এলাকায় তাঁর ওপরে আচমকা হামলা চালায় কয়েকজন। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে পরে ওই তৃণমূল কংগ্রেস সদস্যকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। রবিবার সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তাঁর।


সূত্রের খবর, শনিবার রাতে পারুলডাঙা গ্রাম থেকে সমীর থান্ডার পাশের উত্তরনারায়ণপুর গ্রামে গিয়েছিলেন। তারপর সেখানেই তাঁর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে এই ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক রেষারেষি না ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।


প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে জামিন পেয়ে বীরভূম জেলায় ফেরার পর থেকে কাজল শেখের অনুগামীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। একাধিক ঘটনায় তার প্রমাণও মিলেছে হাতে-নাতে। তবে এই খুনের ঘটনা তারই ফলশ্রুতি কিনা না তা নিয়ে অবশ্য কোনও আভাস পাওয়া যায়নি। তবে এই ঘটনা যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রমাণ তা বলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। যদিও নিজেদের বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ তারা দেখাতে পারেনি। তবে এই ঘটনার ফলে বীরভূম জেলার রাজনীতি যে ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  এদিকে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, অনেকদিন ধরেই সমীর থান্ডারকে খুনের চক্রান্ত করা হচ্ছিল। সর্ষের মধ্যেই ভূত রয়েছে।