ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভুল অস্ত্রোপচারের কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যু? এমনই অভিযোগ তুলে হাঁসনের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতরে করা হল ই-মেল। শুধু তাই নয়, থানাতেও অভিযোগ দায়ের করা হল। ভুল অস্ত্রোপচারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ তুলে হাঁসনের চিকিৎসক বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দফতরে ই-মেল করল তারাপীঠ মন্দির কমিটি। মৃত ওই পঞ্চায়েত সদস্যার স্বামী তারাময় মুখোপাধ্যায় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি। যে নার্সিংহোমে তারাময়ের স্ত্রী সুজাতার মৃত্যু হয়েছে, সেটি তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে।
বুধবার গভীর রাতে করা ওই ই-মেলের প্রতিলিপি রাজ্যের স্বাস্থ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপার, মহকুমাশাসক (রামপুরহাট), মহকুমা পুলিশ আধিকারিক, রামপুরহাট থানার আইসি এবং তারাপীঠ থানার ওসি-কে পাঠানো হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে মেলটি করা হয়েছে। বিধায়ক অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তারাপীঠের মন্দিরের সামনে চিকিৎসকের ‘শাস্তি’ চেয়ে বিক্ষোভও দেখিয়েছেন সেবায়েতদের একাংশ। ওই মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তারাপীঠে মোমবাতি মিছিল করেন এলাকার চিকিৎসক বাসিন্দাদের একাংশ।
ঠিক কী অভিযোগ তারাময়ের? জানা যাচ্ছে তারাপীঠ মন্দির কমিটির সভাপতির অভিযোগ, গত সোমবার দুপুরে অশোকের নার্সিংহোমে ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে তারাপীঠ মন্দির কমিটির তরফে। তবে, মৃতদেহের ময়নাতদন্ত করা হয়নি। মন্দির কমিটির দাবি, রোগীর বাড়ির অধিকাংশ সদস্য উপস্থিত না-থাকায় চিকিৎসকের কথা মেনেই রোগীকে ময়নাতদন্ত না করে, দেহ দাহ করা হয়েছে ।
চিঠিতে মুখ্যমন্ত্রীকে দেওয়া তারাময়ের দাবি, স্ত্রীর চিকিৎসার জন্য ২১ ডিসেম্বর তাঁরা অশোক চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন। পরামর্শ মতোই স্ত্রীকে তাঁরই নার্সিংহোমে সোমবার সকালে ভর্তি করা হয়। ই-মেলে তারাময় অভিযোগ করেছেন, সঠিকভাবে চিকিৎসা না হওয়ার জন্যই এই পরিণতি।। উপযুক্ত তদন্ত করে নার্সিংহোমের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।