Partha Chatterjee : রাতে পার্থ-র বাড়িতে আরও ইডি আধিকারিক, ১৬ ঘণ্টা পরেও জারি জিজ্ঞাসা, কীভাবে এগোল গোটা দিন

ED quizzing Partha Chatterjee : এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চললেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির হানার পর ঠিক কেমন ছিল সারাদিনের ঘটনাক্রম?

Continues below advertisement

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : ঘড়ির কাঁটায় তখন সবে রাত সাড়ে দশটা পেরিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে এসে হাজির হলেন আরও এক ইডি আধিকারিক (ED Official)। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত বারোটা পেরিয়ে গেলেও জারি রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ। দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে যা জারি। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে উদ্ধার হওয়া বিপুল অঙ্কের অর্থের উৎস কী, সেই নিয়েই আরও এক দফা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাঁকে। ইডি সূত্রে আগেই জানানো হয়েছে, উদ্ধার হওয়া বিপুল অঙ্কের টাকার সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Continues below advertisement

তৃণমূলের শহিদ দিবস অনুষ্ঠানের ঠিক পরের দিন সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি সহ একযোগে কলকাতা থেকে জেলার একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। পরে পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়ি, ব্যারাকপুরে তাঁর আপ্ত সহায়কের বাড়ি ও সন্ধের দিকে 'পার্থ ঘনিষ্ঠ' অর্পিতার বাড়িতে হানা দেয় ইডি। সেখানেই উদ্ধার হয় প্রায় ২০ কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনা, ২০ টি মোবাইল ফোন সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চললেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে ইডির হানার পর ঠিক কেমন ছিল সারাদিনের ঘটনাক্রম?

সকাল আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেন ইডি-র ৯-১০ জন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল সিআরপিএফ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে এসেই সমস্ত নিরাপত্তারক্ষীদের ফোন বাজেয়াপ্ত করে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানিয়ে দেওয়া হয় বাড়ি বাইরে কাউকে বেরোতে দেওয়া হবে না। পরে অবশ্য তাঁদের বেরোনোর ছাড়পত্র দেওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে পৌঁছে সোজা দোতলার ঘরে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি আধিকারিকরা।

প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পরের দিকে অবশ্য সেই সুযোগ দেন তদন্তকারীরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নানা বিষয়ে নিয়ে টানা জেরার মাঝেই দুপুরের দিকে অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। যার জেরে তাঁকে দেখতে পৌঁছন এসএসকেএমের তিন চিকিৎসক। মন্ত্রীর শারীরিক পরীক্ষার পর আধঘণ্টা পর সুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসকরাও বেরিয়ে সে কথা জানান। তাঁরা চলে যাওয়ার পর ফের শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এর মাঝেই রাজ্যের একাধিক জায়গায় হানা দিতে থাকেন ইডি আধিকারিকরা।

রাতের দিকে সামনে আসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল অর্থ মেলার খোঁজ। যার কিছুটা পর রাতের দিকে আরও এক সিনিয়র ইডি আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। প্রসঙ্গত, সাতসকালে ইডি আধিকারিকদের যে দল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন, তারাও এখনও রয়েছে। সবমিলিয়ে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে, তারপর সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও এখনও জারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-র জিজ্ঞাসাবাদ। ঘটনাক্রম এবার কোনদিকে এগোয়, সেদিকেই নজর রাজ্য তথা দেশবাসীর।

আরও পড়ুন- বস্তা বস্তা ৫০০, ২০০০-এর নোট, কীভাবে 'পার্থ ঘনিষ্ঠের' বাড়িতে! চলছে জিজ্ঞাসাবাদ

Continues below advertisement
Sponsored Links by Taboola