কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সকাল থেকে কলকাতা হোক বা জেলা একাধিক জায়গায় টানা অভিযান। সন্ধে গড়ানোর কিছুক্ষণের মধ্যেই প্রথমে একটি প্রেস বার্তা, তারপর ট্যুইটারে ঘোষণা ও শেষে বিস্তারিত বার্তা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটেরের (ED)। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানায় ইডি। বস্তা বস্তা ৫০০, ২০০০ টাকার নোট গাদাগাদি করে ছোট একটা জায়গায় রাখা ছিল। তবে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ২০ কোটি না কি তারও বেশি, তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি ইডির দাবি, স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি এডুকেশন বোর্ডের নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে উদ্ধার হওয়া অর্থের।
ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা। ঠিক কত টাকা রয়েছে গুণতে আনা হয় তিনটি টাকা গোণার মেশিন। তবে শুধু বিপুল পরিমাণ অর্থই নয়, উদ্ধার হয়েছে প্রায় ২০ টি মোবাইল ফোন। বিপুল অর্থ, একাধিক মোবাইল ফোনের পাশপাশি বিদেশি মুদ্রা, সোনা এবং গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। সন্দেহজনক সংস্থার হদিশ মিলেছে বলেই জানা যাচ্ছে। আর এই একাধিক উদ্ধারের পরই তা ঠিক কোথা থেকে কীভাবে এসে পৌঁছল পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে জানতে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা। ডায়মন্ড সিটি সাউথের একতলার যে ঘরে পার্থ ঘনিষ্ঠ থাকেন, সেখানে এই মুহূর্তে চলছে তল্লাশি। পাশাপাশি অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও প্রায় ঘণ্টা চোদ্দোর ওপর জেরা জারি ইডি আধিকারিকদের।
আজ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালায় দিনভর। পার্থ চট্টোপাধ্যায় থেকে পরেশ অধিকারী হয়ে মানিক ভট্টাচার্য, তৃণমূলের ৩ মন্ত্রী-বিধায়কের বাড়িতে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি ED। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিংলায় তাঁর এক আত্মীয়র পর নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের পার্সোন্যাল সেক্রেটারির বাড়িতে যায় ইডি। অন্যদিকে, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা। সেখানে তাঁর স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়।
অন্যদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি অফিসাররা।
আরও পড়ুন- নাকতলার পুজোর মুখ, সেই 'পার্থ ঘনিষ্ঠের' বাড়িতেই ২০ কোটি, কে এই অর্পিতা মুখোপাধ্যায় ?