কলকাতা : শুক্রবারের পর শনিবারও। নরেন্দ্র মোদি সরকারের অধীনস্থ CBI, ED-র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পথে নামল তৃণমূল। তবে আগে তৃণমূলের তরফে কেন্দ্রীয় সরকারের এজেন্সির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নামার কথা বলা হলেও, সিউড়িতে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারির প্রতিবাদেও পথে নামল শাসকদল। বোলপুর থেকে বিধাননগর, কাঁথি থেকে কলকাতা একাধিক জায়গাতে প্রতিবাদ মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে।


সিউড়িতে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। সিউড়ি শহর পরিক্রমা করে মসজিদ মোড়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে বিকাশ রায় চৌধুরী বলেন, 'বিজেপি যেভাবে এজেন্সিকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। সঙ্গে সঙ্গে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে, তাঁকে যে গ্রেফতার করা হয়েছে, আজকে সারা জেলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে।'


নিয়োগ দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়, এবং গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গত কয়েকদিনে ইডি ও CBI’র হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট। এই প্রেক্ষাপটে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ ও তাদের নিরপেক্ষভাবে তদন্ত করার দাবিতে ছাত্র ও যুব সংগঠনকে রাস্তায় নামার নির্দেশ দেয় তৃণমূল। তারই অঙ্গ হিসেবে এদিন সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, বিজেপির কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল কর্মী-সমর্থকরা। 


ডানলপ থেকে রথতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, 'অনুব্রতই তাহলে ঠিক ছিল। এখনতো দেখছি সবাই চড়াম চড়াম করছে। আমরা ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় করেছি।' বিধাননগর কলেজের সামনে থেকে শুরু হয়ে তৃণমূলের আরও একটি মিছিল শেষ হয় সল্টলেকের করুণাময়ীতে। 


কলকাতার পাশাপাশি জেলাতেও এদিন পথে নামে শাসকদল। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে, ছাগল নিয়ে প্রতিবাদ মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। হাওড়ার টিকিয়াপাড়ায় আবার তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে ছিল কুকুর! এর মাঝে কর্মী-সমর্থকদের উদ্দেশে সংযমের বার্তা দিয়ে ফিরহাদ হাকিম বলেছেন, 'বিরোধী আমাকে ডিক্টেড করতে পারবে না কার জন্য রাস্তায় নামবো আর কার জন্য রাস্তায় নামব না। যেটাকে আমরা অন্যায় ভেবেছি যেটাকে আমরা অন্যায় দেখেছি। নিশ্চিতভাবে দলের তরফে তার ব্যাপারে শৃঙ্খলা রক্ষা কমিটিতে মিটিং হয়েছে এবং আমরা আমাদের কথা বলেছি।' অন্যদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। 


আরও পড়ুন- পা-পিঠের ব্যথা থেকে কীভাবে মুক্তি, জেলে গিয়ে পার্থকে ব্যায়াম শেখালেন SSKM-র চিকিৎসকরা