কলকাতা : কয়লা পাচার ও গরু পাচার । এই দু’ই মামলার CBI ও ED তদন্ত ঘিরে এখন উত্তাল বঙ্গ রাজনীতি। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে CBI। কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ED।


 গরু ও কয়লা পাচার
এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ও ED দুই কেন্দ্রীয় এজেন্সিই। এই পরিস্থিতিতে বিরোধীরা যখন আক্রমণাত্মক, তখন পাল্টা আক্রমণের পথে হেঁটে এবার সরাসরি অমিত শাহ’কে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিজেপি অভিযোগ করে, তৃণমূল ও রাজ্য পুলিশের একাংশের যোগসাজোশেই অবাধে গরু ও কয়লা পাচার হয়েছে এবং কোটি কোটি টাকা প্রভাবশালীদের ঘরে ঢুকেছে ! পাল্টা তৃণমূলের বক্তব্য কয়লা খনিগুলি কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনস্থ।


অমিত শাহকে আক্রমণ
কয়লা খনির নিরাপত্তার দায়িত্বে থাকে CISF। তারা অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্তর্গত। আর সীমান্তে পাহাড়ার দায়িত্বে থাকা BSF’ও অমিত শাহের মন্ত্রকেরই অধীনস্থ। তাই এবার সরাসরি কয়লা ও গরু পাচার মামলায় অমিত শাহকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 পাচারের টাকা কি দিল্লি গিয়ে পৌঁছচ্ছে? প্রশ্ন অভিষেকের 
তিনি বললেন, ‘‘বিএসএফের নাকের তলা দিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে! কোলিয়ারির  নিরাপত্তা দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তা হলে কীভাবে গরু পাচার হয়? কীভাবে কয়লা পাচার হয়?  তা হলে পাচারের টাকা কি দিল্লি গিয়ে পৌঁছচ্ছে? এর অপদার্থতা কার? কেন্দ্রীয় সরকারের। এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয়, এর নাম স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। কারণ, এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছচ্ছে।


সুকান্তর পাল্টা 
পাল্টা আক্রমণের পথে হেঁটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ফেসবুক পোস্টে লিখেছেন, ' গদ্দারি করে অর্থ উপার্জন করে বিএমডব্লিউ বা মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ানো আপনারাই দেখালেন। দেশের সম্পদকে গদ্দারি করে পাচার করে নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করা আপনারাই দেখালেন। গোটা দেশ জানে কারা গদ্দারি করে থাইল্যান্ডের ব্যাঙ্কক, দুবাই বা অন্যত্র টাকা মজুত করেছে।'