কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই তৃণমূলের জন সমাবেশ (TMC's Martyrs' Day)। আগামিকাল শহরজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে মিছিল পৌঁছবে ধর্মতলায়। ফলে তৈরি হয়েছে তীব্র যানজটের আশঙ্কাও। তাই বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোন পথে থাকবে মিছিল। তাতে ব্যস্ত সময়ে আপনার কর্মস্থলে পৌঁছতে সুবিধা হবে। 


মূল মিছিলগুলির পথ: পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পরে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে। তা নিয়েই তাঁরা যোগ দিচ্ছেন ২১-শে সমাবেশে। মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে যে মিছিল শুরু হবে, তা  ভূপেন বোস অ্যাভিনিউ, বিধান সরণি ,  কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ,  সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে  ধর্মতলায় সভাস্থলে।


হাজরা মোড় থেকে শুরু হওয়া মিছিল শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলায়।


হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা রবীন্দ্র সেতু , ব্রেবোর্ন রোড, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস, পোদ্দার কোর্ট , সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে।


একইভাবে শিয়ালদা থেকে বেরনো মিছিল এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং,  এস এন ব্যানার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে এগোবে ধর্মতলার দিকে।


অন্যদিকে, মহাজাতি সদনের সামনে থেকে একটি মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছবে সভাস্থলে। ঠিক তেমনই নিমক মহল রোড এলাকা থেকে গার্ডেনরিচ রোড, বাবুবাজার মোড়, খিদিরপুর রোড , হেস্টিংস  হয়ে ধর্মতলার দিকে এগোবে মিছিল।


বাইপাস বা ট্যাংরা এলাকা হয়ে যে তৃণমূল কর্মী ও সমর্থকরা সভাস্থলের দিকে যাবেন, তাঁরা  গোবিন্দ খটিক রোড,  CIT রোড , মৌলালি ক্রসিং , এস এন ব্যানার্জি রোড হয়ে এগোবেন ধর্মতলার দিকে।


বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বেশ কয়েকটি মিছিলও ২১ জুলাইয়ের সভামঞ্চের দিকে এগোবে। লালবাজার সূত্রের খবর, তালতলা হাইস্কুল, গুরুদাস কলেজ, আহিরিটোলা স্ট্রিট ও বি কে পাল অ্যাভিনিউ, ১০, বেড ফোর্ড লেন, কালীঘাট রোডে জয়হিন্দ ভবন , ১০, কাশীপুর রোড এবং পাথুরিয়াঘাটা স্ট্রিটে বিনানি ধর্মশালার সামনে থেকে ছোট ছোট এই মিছিলগুলি বেরনোর কথা।


২১শে জুলাইয়ের সমাবেশের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, শুক্রবার কলকাতার রাস্তায় নামানো হবে অতিরিক্ত ৫ হাজার পুলিশ। ডেপুটি কমিশনার পদমর্যাদার ৩১ জন, যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ৮০ জন অফিসার রাস্তায় থাকবেন। ২০টি বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি দলকে মোতায়েন রাখা হবে। প্রস্তুত থাকবে ৬টি ক্যুইক রেসপন্স টিম। 


এ ছাড়াও মেট্রোয় বিশেষ নজরদারি চালাবে পুলিশ। সভাস্থলে ৪৫টি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। প্রস্তুত থাকবে ১৮টি অ্যাম্বুল্যান্স। থাকবে ৪৮টি হেল্প ডেস্ক। সভাস্থলে ব্যবহার করা হচ্ছে ১ হাজার মাইক। অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বিভিন্ন জায়গায় মোট ১৩টি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে।