কলকাতা: তৃণমূলের ২১শে সমাবেশের আগের দিন সিবিআইকে চিঠি শুভেন্দুর । সারদা তদন্ত নিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি শুভেন্দু অধিকারীর। সারদা তদন্ত কেন থমকে? দোষীদের ধরা হোক, আর্জি জানিয়ে চিঠি । অভিযোগের আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কুণালের বক্তব্যকে হাতিয়ার করে সিবিআই ডিরেক্টরকে চিঠি বিরোধী দলনেতার । চিঠিতে রয়েছে মমতার ছবি বিক্রির প্রসঙ্গও।
আগামীকাল ২১ জুলাই-এর সমাবেশ। তৃণমূলের ব্যস্ততা তুঙ্গে। আর এই সময়ে হঠাৎ এই চিঠিতে জল্পনা তৈরি হয়েছে।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে (Panchayat Election) হিংসার প্ররোচনা দেওয়ার অভিযো গ। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের। ১৩ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত একাধিক উস্কানিমূলক মন্তব্যে অশান্তিতে প্ররোচনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। হাইকোর্ট (Calcutta High Court) থেকেই শুভেন্দু রক্ষাকবচ পাওয়ায় পুলিশ পদক্ষেপ করছে না, অভিযোগ করেন মামলাকারী। 'আদালত অনুমতি না দিলে রাজ্য এফআইআর করবে কী করে? এর আগেও একাধিক অভিযোগ এসেছে, আদালতের নির্দেশের কারণেই পদক্ষেপ করা যায়নি'। আদালত অনুমতি দিলে আমাদের কোনও অসুবিধা নেই, বলে এ প্রসঙ্গে সওয়াল করে রাজ্য (West Bengal)।
'আজ কারও বিরুদ্ধে এফআইআরে নিষেধাজ্ঞা জারি হলে, অপরাধ করলে ১০ বছর পরেও কার্যকর থাকবে? অপরাধের অভিযোগ উঠলে ১০ বছর পরেও পুলিশ এফআইআর করতে পারবে না? সেই ব্যক্তি কি নিজেকে নির্দোষ বলে দাবি করতে পারেন?' শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায়ের। 'যদি কোনও নির্দেশ অন্তঃসারশূন্য হয়, তাহলে সেই নির্দেশ কি বাতিল বা ফিরিয়ে নেওয়া যায় না?' প্রশ্ন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায়ের। আজ ফের মামলার শুনানি ছিল।
আরও পড়ুন: Panchayat Poll Violence: আক্রান্ত TMC কর্মীদের আর্থিক সাহায্য , '..চাকরিটাও রেডি', বার্তা মমতার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন