খয়রাশোল: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে সক্রিয়তা বাড়িয়েছে বিজেপি (BJP)। শুক্রবার সেখানে বিরাট সভা করে তারা। সেখানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপধ্যায়রা। শনিবার সেই খয়রাশোলেই সভার আয়োজন করল তৃণমূল (TMC)। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সেখানে বীরভূমবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকতে অনুরোধ জানালেন তিনি। 


খয়রাশোলের সভায় অনুব্রতর পক্ষে সওয়াল শতাব্দীর


একের পর এক দুর্নীতি মামলায় দলের নিত্য নতুন নেতাদের নাম উঠে এসেছে (Birbhum News)। সেই আবহে এ দিন খয়রাশোলের সভা থেকে সুর চড়ালেন শতাব্দী। তিনি বলেন, "এখনও বলব, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থাকার চেষ্টা করছেন। যে ভাবে তাঁকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে, তা ভাবা যায় না। যতই তিনি নেত্রী হোন, যতই মুখ্যমন্ত্রী হোন, যতই মমতা বন্দ্যোপাধ্যায় হোন। দিনের শেষে তিনিও মানুষ। তাঁরও মন আছে, বিবেক আছে, মস্তিষ্ক আছে। কতটা চঞ্চল হয়ে আছেন। এর মধ্যেও শান্ত থেকে গোটা বাংলা সামলাচ্ছেন তিনি।"


আরও পড়ুন: Jawhar Sircar: দুর্নীতি নিয়ে মুখ খোলার জের! তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়লেন জহর


গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত (Anubrata Mandal) গ্রেফতার হওয়ার পর তাঁর পাশেই থাকতে দেখা গিয়েছে তৃণমূলকে। এ দিন শতাব্দীর গলাতেও সেই সুরই ধরা পড়ে। তিনি বলেন, "এই দুঃসময়ে পাশে থাকতে হবে। এই যে তৃণমূলকে অসুবিধের মধ্যে ফেলা হচ্ছে, আমাদের নেতানেত্রীরা অসুবিধেয় রয়েছেন, তাঁদের সঙ্গে থাকতে হবে। ভাল সময়ে অনুব্রত মণ্ডলের সাহায্য পেয়েছিলেন, অনুব্রতর ক্ষমতায় ক্ষমতাশালী হয়েছেন, তাঁকে দিয়ে প্রয়োজন মিটিয়েছেন, এখন তাঁর পাশে থাকা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।"


তৃণমূলকে অসুবিধায় ফেলা হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে মমতাকে, বললেন শতাব্দী


পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় যে ভাবে তৃণমূলের বিরুদ্ধে মিটিং-মিছিল করে চলেছে বিরোধী দলগুলি, সেই আবহে এ দিন জমিরক্ষার চেষ্টা করতেও দেখা যায় শতাব্দীকে। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, "সামনে পঞ্চায়েত নির্বাচন। তার পর লোকসভা। আমরা চাই, যে ভাবে একত্রিত রয়েছি, যে ভাবে সংগঠন শক্তিশালী রয়েছে, ভালবাসা দিয়ে বীরভূমকে আগলে রাখা হয়েছে, বার বার আপনারা তৃণমূলকে জয়ী করেছেন। এ বারও ভোট নষ্ট করবেন না। দুঃসময়ে শক্ত করে হাত ধরে রাখাই বন্ধুত্ব। মাথা উঁচু করে বলতে হবে আমরা তৃণমূলের পরিবার।"