কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা : কেন্দ্রীয় প্রকল্পে প্রায় ৩ হাজার বঞ্চিতের হাতে অর্থসাহায্য পৌঁছে দিল তৃণমূল (TMC)। ঘাসফুল শিবির সূত্রে খবর, '১০০ দিনের কাজ' নিয়ে তৃণমূলের দিল্লির আন্দোলনে সামিল হওয়া বঞ্চিতদের চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। ডাকলে কর্মীরা আসছে না, তাই ঘুষ দিচ্ছেন। কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


ধর্মতলায় বিজেপির সভার ঠিক ২ দিন আগে সোমবার চিঠি পৌঁছল '১০০ দিনের কাজ' নিয়ে তৃণমূলের (TMC) দিল্লির আন্দোলনে সামিল হওয়া বঞ্চিতদের ঘরে। কেন্দ্রীয় প্রকল্পে প্রায় ৩ হাজার বঞ্চিতের হাতে অর্থসাহায্য পৌঁছে দিল তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে দাবি, বঞ্চিতদের কাছে চিঠি পাঠিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, বুধবার অমিত শাহর সভামঞ্চে বাক্স রাখা হবে বলে জানিয়েছে বিজেপি। সভাস্থলে এরকম ১০টি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি (BJP)। 


তার ঠিক ২ দিন আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দিল্লিতে আন্দোলনে সামিল হওয়া বঞ্চিতদের ঘরে এল তৃণমূলের চিঠি। সূত্রের দাবি, চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। বিভিন্ন খাতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার ০০০ কোটি টাকার বেশি বকেয়া। এর মধ্য়ে সাধারণ শ্রমজীবী মানুষের প্রাপ্য টাকাও রয়েছে। একশো দিনের কাজ করিয়েও সেই টাকা বিজেপি নেতাদের কথায় প্রতিহিংসাপরায়ণভাবে আটকে রেখেছে। 


সূত্রের দাবি, চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ৩ অক্টোবর আমি ঘোষণা করেছিলাম যে সকল জব কার্ড হোল্ডার আমাদের সঙ্গে দিল্লি গিয়েছেন, এমনকি কেন্দ্র রেল বাতিল করলেও কষ্ট করে নারী-পুরুষ সবাই বাসেও গিয়েছেন, তাঁদের যদি কেন্দ্র টাকা না মেটায়, আমি আমার তরফ থেকেই তাঁদের প্রাপ্যের টাকা দিয়ে পাশে দাঁড়াবো। 


আর যে অর্থসাহায্য নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের খোঁচা, 'টিএমসি পার্টিতে ডাকলে কোনও নেতা-কর্মী আসছে না। তাই ঘুষ দিয়ে নিয়ে আসতে হচ্ছে। পার্টির প্রোগ্রামে এলে বিরিয়ানির প্য়াকেট দেবে। ভাড়া দেবে। সেদিনের মজুরি দেবে। এখন দিল্লি গেছে তাদের স্পেশাল পুরস্কার দেওয়া হবে। তো পুরস্কার দিয়ে, লোভ দেখিয়ে যদি পার্টি করতে হয়, টিএমসি পার্টি কতদিন টিকবে? তো ইনসেনটিভ দিয়ে এখন পার্টিতে লোক আনার চেষ্টা করা হচ্ছে।'


এই রাজনৈতিক তরজার মাঝেই প্রশ্ন, যাঁরা তৃণমূলের দিল্লির আন্দোলনে সামিল হয়েছিলেন, বহুদিন পর তাঁদের মুখে হাসি ফুটেছে। কিন্তু, যাঁরা যাননি বা যেতে পারেননি, তাঁদের মুখে হাসি ফুটবে কবে?


 


আরও পড়ুন- দার্জিলিংয়ের প্ল্যান ? এবার থেকে ঘুরতে গেলে গুণতে হবে কর !


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।