কলকাতা : ২১-এর সভামঞ্চ থেকে কেন্দ্রের (Centre) বিরুদ্ধে সুর সপ্তমে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উঠে এল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। এর পাশাপাশি সভামঞ্চ থেকে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন, "প্রকল্প হবে, বাংলার নামে হবে। নইলে আপনার টাকা আমাদের দরকার নেই। "


তিনি বলেন, "বাংলার প্রাপ্য ৯ হাজার কোটি টাকা বন্ধ করে রেখেছে। আবাস যোজনার ৬ হাজার কোটি টাকা বন্ধ। আমরা এটাই চেয়েছিলাম। আমরা এতদিন ধরে বলছি, বাংলার সঙ্গে বঞ্চনা জনসমক্ষে আনতে চেয়েছিলাম। বিজেপি বলছে, মোদিজিকে বলে টাকা বন্ধ করেছি। বাংলা কারও কাছে হাত পাতবে না। দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করতে রাজি নই। এটাই আমাদের মূল মন্ত্র। এটাই আমাদের পুঁজি, আমরা আত্মসমর্পণ করিনি।"


আরও পড়ুন ; হুইল চেয়ারে বসে গুঁড়িয়ে দিয়েছেন বিজেপি-কে, ২০২৪-এর ‘গেম চেঞ্জার’ মমতাই, বললেন শত্রুঘ্ন


আর যা বললেন অভিষেক-



  • ১১ বছর ধরে মমতা সরকার চালাচ্ছে, ১০ পয়সার বাড়তি কর কারও ওপর চাপায়নি। 

  • আগামী দিনে বুথে বুথে যান, মানুষের পাশে দাঁড়ান, নেত্রীর আদর্শকে ছড়িয়ে দিন। 

  • কোনও অসুবিধা হলে আমাদের জানাবেন। 

  • জনসমর্থনকে পাথেয় করে পঞ্চায়েতে জিততে হবে। 

  • লোকসভায় বাংলা থেকে তৃণমূল জিতবেই, বাইরের রাজ্যে তৃণমূল  লড়বে

  • মেঘালয়, ত্রিপুরা, গোয়ায় আশীর্বাদ থাকলে বুক চিতিয়ে লড়ব। 

  • এমন  পরিস্থিতি তৈরি করেছে, ৪২০ টাকার গ্যাস ১১০০।

  • রান্নার তেল ১১০ থেকে ২০০ টাকা লিটার। কেরোসিন ডিজেলকে ছাপিয়ে গেছে। 

  • এদের যোগ্য জবাব দিতে পারে বাংলার ১০ কোটি মানুষ।

  • আবার বলছি, হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন।

  • নির্লোভে দল করতে হবে, যাতে মানুষ পরিষেবা পায়।

  • এই তৃণমূলে গদ্দাররা নেই, ধান্দাবাজরা নেই, দু’নম্বরিরা নেই।

  • এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো। যত পোড়াবে, তত শক্তিশালী হবে।