কলকাতা: মাঝে দু’বছরের বিরতি নিয়ে কলকাতায় ফিরল তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ (TMC Shahid Diwas 2022)। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী শিবিরে দলের অবস্থান যখন প্রশ্নের মুখে, সেই সময়ই ২১ জুলাই সমাবেশ তৃণমূলের শক্তিপ্রদর্শনের ক্ষেত্র হয়ে দাঁড়াল। আর তার সূচনা ঘটল, প্রাক্তন বিজেপি (BJP) নেতা তথা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্‌হার (Shatrughan Sinha) হাত ধরে। কলকাতার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে দলের তরফে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন তিনি। আর তাতে নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে এগিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শত্রুঘ্নর দাবি, এই মুহূর্তে গোটা দেশে মমতার চেয়ে জনপ্রিয় নেতা বা নেত্রী কেউ নেই। তাঁর মতো গ্রহণযোগ্যতা নেই কারও। যোগ্য়তার নিরিখেও সকলের চেয়ে এগিয়ে তিনি (Lok Sabha Election 2024)। 


২০২৪-এর সুর বাঁধলেন শত্রুঘ্ন


বৃহস্পতিবার ধর্মতলার মোড়ে শহিদ স্মরণ সমাবেশে বক্তৃতা করেন ‘বিহারিবাবু’ শত্রুঘ্ন। তিনি বলেন, ‘‘এই সভা প্রাণশক্তিতে ভরপুর। আজ শহিদ দিবসে আত্মবিসর্জন, প্রাণবলি দিয়েছেন যাঁরা, তাঁদের বলিদানকে কুর্নিশ। শ্রদ্ধা জানাই তাঁদের পরিবার এবং শুভান্যুধায়ীদের। উপর থেকে আজ তাঁরা টের পাচ্ছেন, তাঁদের স্মৃতিতে, তাঁদের প্রতি ভালবাসায় এই স্বতঃস্ফূর্ততা, প্রাণ চঞ্চলতা ধার পড়েছে আজকের সভায়। বুঝিয়ে দিতে হবে, আজ সময় ওদের পক্ষে সহায়ক হলেও, আগামী যুগের দিক নির্দেশ করব আমরাই।’’


আরও পড়ুন: TMC Shahid Diwas 2022 : ২৯ বছরেও বদলায়নি ২১ জুলাই সমাবেশের জায়গা, কেন ?


কোনও রাখঢাক না করেই, এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন শত্রুঘ্ন। তাঁর কথায়, ‘‘দিল্লির বিজেপি নেতারা দেখুন, প্রধানমন্ত্রী দেখুন, টাকার শক্তি, সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছুদিন আগেও বাংলার বুকে দাপাদাপি করছিলেন। অলিতে গলিতে নিজেদের লোক দাঁড় করিয়ে রেখেছিলেন। বাংলাকে লোটার চেষ্টা করেছিলেন। তাতেই ‘খেলা হবে’র আমদানি, মমতার এগিয়ে আসা। এমন খেলা হল যে। হুইলচেয়ারে বসে বিজেপি এবং তাদের সকলের দর্পচূর্ণ করে দিলেন বাংলার বাঘিনী, বাংলার মেয়ে, দেশের গৌরব মমতা বন্দ্যোপাধ্যায়। যুবশক্তিতে, নারীশক্তিকে ফর করে সাফল্যের ধ্বজা উড়িয়েছেন মমতা।  আজ নির্দ্বিধায় বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবচেয়ে ট্রাইড, টেস্টেজ এবং সবচেয়ে সফল নেত্রী।’ আজ ওঁর চেয়ে জনপ্রিয় নেত্রী কেউ নেই।’’


কলকাতায় দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ বিহারিবাবুর


শত্রুঘ্নর কথায়, ‘‘আজ বাংলা যা ভাবে, দেশ তা কাল ভাবে। আজ বাংলা যা করে, দেশ তা কাল করে। আমাদের তাই এগিয়ে যেতে হবে। ২০২৪-এ গেমচেঞ্জার যদি কেউ হন, তা মমতা বন্দ্যোপাধ্যায়। রোল মডেল যদি কেউ হন, তা মমতাই। জবাব আমরা দেব । জবাব তৈরি করবেন মমতা।’’