কলকাতা: তৃণমূলের একুশে জুলাইতে (21 July) জন বিস্ফোরণ। ভোর থেকেই ধর্মতলার দিকে জনস্রোত। রঙিন কলকাতা। নাচের ছন্দে, ঢাকের বোলে, শঙ্খনিনাদে উত্সবে মাতলেন সমর্থকরা। একুশে জুলাইয়ের মঞ্চে এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন ফিরহাদ হাকিম।


বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের: এদিন তিনি বলেন, "এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিল বিজেপি, ‘ভাগ মমতা ভাগ।’ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে মমতা ছিল, মমতা আছে, মমতা থাকবে। বাংলার মানুষ বলেছে, ভাগ মোদি ভাগ। ভাগ অমিত শাহ ভাগ। ভাগ শুভেন্দু ভাগ। ২০২৪ সারা বাংলা থেকে শুরু হবে বলা, ‘ভাগ বিজেপি ভাগ।’  তাই অনেক রকম সেন্টিমেন্ট নিয়ে খেল। বলছে আদিবাসী রাষ্ট্রপতি করেছি। আমি বললাম পরিবারের একজনকে পায়েস দিচ্ছে আর বাকিরা না খেয়ে মরছে তাতে না পরিবারের উপকার হয় না। আদিবাসী উন্নয়ন দেখতে হবে বাংলা এসো। যেখানে জঙ্গলমহলের উন্নয়ন দেখিয়ে দিয়েছি আদিবাসী উন্নয়ন কাকে বলে। যাতে আমরা সগর্বে বলতে পারি। সকল দেশের রানি সে যে আমার বঙ্গভূমি।''  


করোনার জেরে ২০২০-র পর, ২১-এও ভার্চুয়ালি হয়েছে তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি। ২ বছর পর এবার ফের, আগের মতো পালিত হচ্ছে তৃণমূলের মেগা ইভেন্ট। ধর্মতলা চত্বর ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকছেন সাড়ে তিন হাজার পুলিশ কর্মী।  এছাড়াও অতিরিক্ত ১ হাজার ট্রাফিক পুলিশ কর্মীকেও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কলকাতা পুলিশ সূত্রের খবর, ২১শের সভামঞ্চের পাশেই রাখা হচ্ছে, ৫টি অ্যাম্বুল্যান্স, ৫৮টি QRT ভ্যান, ১২টি PCR ভ্যান এবং ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। নজরদারির জন্য ধর্মতলার মঞ্চ ঘিরে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক ক্লোজ সার্কিট ক্যামেরা। মিছিল চলাকালীন যাতে কোনও অশান্তি না হয়, সেদিকেও কড়া নজর রাখবে পুলিশ। সূত্রের খবর, হাওড়া ব্রিজ, শিয়ালদহ, কলকাতা স্টেশন, গিরিশ পার্ক, হাজরা মোড়, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকবে পুলিশের টিম।


আরও পড়ুন: TMC Martyr Day 2022: যতদূর যেতে হয় রক্ত দিয়ে লড়াই করব : অভিষেক বন্দ্যোপাধ্যায়