কলকাতা: শহরের বুকে মহা সমারোহের আয়োজন (TMC Shahid Diwas 2022)। বহুদূর থেকে তার জন্য় ছুটে আসছেন সাধারণ মানুষ। ধর্মতলা চত্বরে কার্যতই তিল ধারণের জায়গা নেই। তবে শুধু ধর্মতলা নয়, জনস্রোত পৌঁছল কালীঘাটে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উপকণ্ঠেও (Mamata Banerjee)। সকাল থেকে সেখানে ভিড় উপচে পড়ছে (Kalighat) বাড়িতেই নেত্রীকে একঝলক দেখার আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ (21 July Crowd)। 


২১ জুলাই ঘিরে সাজ সাজ রব শহরে


২১ জুলাই, তৃণমূলের শহিদ স্মরণ অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব শহরে। বৃহস্পতিবার ভোর থেকে তো বটেই, বুধবার সকাল থেকেই শহরে ভিড় জমাতে শুরু করেন জেলা থেকে আসা মানুষজন। এ দিন সকালে কালীঘাটেও মানুষের ভিড় চোখে পড়ল। সম্প্রতি ঘটে যাওয়া অনুপ্রবেশের ঘটনার জেরে মমতার বাড়ির আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে কাছে যেতে না পারলেও আক্ষেপ নেই কারও। তফাতে দাঁড়িয়েই নেত্রীর দর্শন পাওয়ার অপেক্ষায় তৃণমূল সমর্থকেরা। 


আরও পড়ুন: TMC Shahid Diwas 2022: রাজনীতিতে সৈনিক থেকে জননেত্রী হয়ে ওঠা মমতার, তিন দশক পরও শহরে একুশ আবেগ


শুধু কালীঘাটই নয়, শহরের ইতিউতি, বিশেষ করে দ্রষ্টব্য জায়গাগুিলতে মানুষের আনাগোনা বিশেষ ভাবে চোখে পড়ছে। জেলা থেকে কলকাতায় আসা তেমন হয়ে ওঠে না। তাই ২১ জুলাইকে সামনে রেখেই পরিবার, সন্তানদের নিয়ে চলে এসেছেন অনেকে। ঘুরিয়ে ঘুরিয়ে সকলে কলকাতা দেখছেন। মমতার ভাষণ শুরু হওয়ার আগে মোটামুটি কলকাতা সফর সেরে ফেলা লক্ষ্য তাঁদের। 


মমতাকে দেখতে ভিড় কালীঘাটেও


তৃণমূলের ২১ জুলাই সমাবেশের সরাসরি সম্প্রচারের জন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। পথচলতি মানুষ, তৃণমূল কর্মী, সমর্থকদের জন্য এই ব্যবস্থা। ধর্মতলা চত্বরে  স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কয়েক হাজার যুব তৃণমূল কর্মী। কালো টি-শার্ট, কলার এবং পকেটে তেরঙ্গা তাঁদের। আর এক দলের পরনে হলুদ অথবা ধূসর রঙের পাঞ্জাবি, বুকে আঁকা ঘাসফুল। সভায় আসা কর্মী, সমর্থকদের প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভিড় সামলাচ্ছেন তৃণমূলের এই স্বেচ্ছাসেবকরা।