কলকাতা : দিনকয়েক আগে দেশে কার্যকর হয়েছে নতুন জিএসটির হার (GST Rates)। মাছ, দই, পনির, লস্যি, মধু, শুকনো মাখনা, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্যের ও মুড়ি-র মতো পণ্যের ওপর এখন ৫ শতাংশ জিএসটি লাগবে। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
২১-এর সভামঞ্চ থেকে মমতা বলেন, "মুড়িতেও জিএসটি ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ? মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, মুড়ি খেয়ে থাকি।"
আরও পড়ুন ; ‘সিপিএম-এর কাগজের রিপোর্টারদের স্ত্রীরাচাকরি পেয়েছিলেন কোন যোগ্যতায়’? শহিদ সমাবেশে মমতা
বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে আর যা বললেন মমতা-
- গ্যাসের দাম কত ? ডিজেলের দাম কত ?
- সরকার ভাঙছে, ব্যাঙ্ক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না।
- কলকাতায় সবথেকে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায়। চায়ের হেড কোয়ার্টার বাংলা।
- কোল ইন্ডিয়ার ট্যাক্স, সেল ট্যাক্স, যদিও স্টেটের কিছুই নেই। জিএসটি হয়ে গেছে।
- সব পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ। এয়ার ইন্ডিয়া বন্ধ। সিভিল অ্যাভিয়েশন বন্ধ । লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই।
- নতুন বিকল্প অগ্নিপথ। আর্মির কোনও বিকল্প হয় না। হয় আর্মিতে লোক নাও, নাহলে আৰ্মিকে বঞ্চনা কোরো না।
- অগ্নিপথ মানে কী? সশস্ত্র কিছু তৈরি করা? যারা পরে আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে? চলতে পারে না।
গ্যাস বাড়ানো সরকার, আর নেই দরকার। মুড়িতে ট্যাক্স বসানো সরকার, আর নেই দরকার।
বুঝতেই পারছেন, কী সুন্দর সরকারের আমলে বাস করছি। দরিদ্র মানুষের কিছু নেই। সব হরণ করে নিয়েছে।
দরিদ্র মানুষের যা কিছু সব চুরি করে নিয়েছে।