কলকাতা: ২১ জুলাই (TMC Shahid Diwas) উপলক্ষে ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রেনে করে আরও কর্মী-সমর্থকরা আসছেন শহরে। নেতাজি ইনডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। এদিন সমাবেশ যোগ দেওয়ার জন্য মূল কয়েকটি মিছিল হবে।


কোন পথে মিছিল? 
তৃণমূলের শহিদ সমাবেশের মূল মিছিলগুলির পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে কী কী খবর মিলেছে?


১. হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা হাওড়া ব্রিজ --- ব্রেবোর্ন রোড --- নিউ CIT রোড --- সেন্ট্রাল অ্যাভিনিউ --- চাঁদনি চক ---- এসএন ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে।
২. শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। 
৩. দক্ষিণ কলকাতার মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলার সভাস্থলে পৌঁছবে। 
৪. শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। 


যান চলাচলে নিয়ন্ত্রণ:
এই মিছিলগুলির জন্য আমহার্স্ট্র স্ট্রিট, বিধান সরণী, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্য়ান্ড রোড সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল একমুখী করে দেওয়া হবে। 


১৮ জুলাই প্রশাসনের তরফে ২১ জুলাইয়ের জন্য একটি ট্রাফিক চলাচলের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে এই দিন কোন রাস্তায় যান চলাচল কীভাবে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল।


আর্মহার্স্ট স্ট্রিট- উত্তর থেকে দক্ষিণ
বিধান সরণী (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড)- দক্ষিণ থেকে উত্তর
কলেজ স্ট্রিট- দক্ষিণ থেকে উত্তর
ব্রেবোর্ণ রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট)- উত্তর থেকে দক্ষিণ
স্ট্র্যান্ড রোড- দক্ষিণ থেকে উত্তর
বিবি গাঙ্গুলি স্ট্রিট- পূর্ব থেকে পশ্চিম
বেন্টিঙ্ক স্ট্রিট- দক্ষিণ থেকে উত্তর
নিউ সিআইটি রোড- পশ্চিম থেকে পূর্ব
রবীন্দ্র সরণী (বিকে পাল অ্য়াভিনিউ থেকে লালবাজার স্ট্রিট )- দক্ষিণ থেকে উত্তর


এই যানবাহন চলাচলের নির্দেশ ২১ জুলাই ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে।


মাল পরিবহনকারী যান চলাচল নিয়ে বিজ্ঞপ্তি:
প্রশাসনের তরফে জানানো হয়েছে গ্যাস সিলিন্ডার, জ্বালানি তেল, অক্সিজেন, আনাজ, ওষুধ, ফল, মাছ ও দুধ ছাড়া বাকি সব মাল পরিবহনকারী গাড়িগুলির চলাচল কলকাতা পুলিশ এলাকায় ২১ জুলাই ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রিত করা হবে।


গাড়ি পার্কিং নিয়ন্ত্রিত করা হবে:
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশেপাশে বেশ কিছু এলাকায় গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না আজ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতে হাজির Honor ২০০ ৫জি সিরিজ, কী কী ফোন লঞ্চ হয়েছে?