আশাবুল হোসেন, আবীর দত্ত, কলকাতা : পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) বিপুল জয়ের পরে আজ প্রথম সমাবেশ তৃণমূল কংগ্রেসের (TMC)। ২৪-এর লোকসভার মহাযুদ্ধের আগে আজই শেষ ২১ জুলাই ! তাই শহিদ দিবসের (Shahid Diwas) মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কী বার্তা দেন, সেদিকে বাড়তি নজর রাজনৈতিক মহল থেকে তৃণমূল নেতা-কর্মীদের। 


২১ জুলাইয়ের শহিদ দিবসটিকে পঞ্চায়েত নির্বাচনে হিংসায় নিহত তৃণমূল কর্মীদের মৃত্যুতে 'শ্রদ্ধা দিবস' হিসেবেও পালন করার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ২১ জুলাইয়ের মঞ্চের দ্বিতীয় ভাগে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন। জানা গিয়েছে, ২১ জুলাই এর মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে।


২১ জুলাইয়ের মঞ্চের প্রথম ভাগের উচ্চতা ১০ ফুট। দৈর্ঘ্য ৫২ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek Banerjee) তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রী ও আমন্ত্রিতরা। মঞ্চের দ্বিতীয় ভাগের উচ্চতা ১১ ফুট। দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে স্বজনহারা পরিবারের সদস্য ও তৃণমূলের সাংসদরা বসবেন।


২১ জুলাইয়ের মঞ্চের তৃতীয় ভাগের উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ২৮ ফুট। এই মঞ্চে বিধায়ক-সহ অন্যদের বসার জায়গা। মূল মঞ্চের পাশেই তৈরি হয়েছে চতুর্থ মঞ্চ। সেটি তৃণমূল কাউন্সিলর এবং অন্যান্যদের বসার জায়গা হিসাবে নির্ধারিত। মঞ্চে ওঠার জন্য ৩ টি সিঁড়ি তৈরি করা হয়েছে। একটি সিঁড়ি ব্যবহার করবেন তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি ২টি সিঁড়ি অন্যদের ব্যবহারের জন্য নির্মিত।


মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য রাখবেন, সেই পোডিয়াম রয়েছে মূল মঞ্চের বাঁ দিক ঘেঁষে। উচ্চতা ১২ ফুট। দৈর্ঘ্য ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট।


বিরোধী নেত্রী থেকে বাংলার মসনদে পর্যন্ত পৌঁছনোর পথে জমি আন্দোলন যদি পাথেয় হয়ে থাকে মমতার, তাহলে সূচনা ঘটেছিল ১৯৯৩ সালের ২১ জুলাই। সেই সময় প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা। মাত্র দু’বছর আগেই বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরেছিল বামেরা। কিন্তু সেই নির্বাচনে কারচুপি, দেদার ছাপ্পার অভিযোগ ছিল বিস্তর। তার জেরে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে সরব হয় রাজ্যের তদানীন্তন বিরোধী দল কংগ্রেস (TMC Shahid Diwas History)।


সেই মতো সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন মমতা। সকাল থেকে মহাকরণ অভিমুখে শহরের পাঁচ দিক থেকে জমায়েত শুরু হয়। শহরের পাঁচ দিক থেকে এগোতে থাকেন যুব কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা। রাস্তায় নামেন খোদ মমতা। শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মদন মিত্ররা সেই সময়ও মমতার পাশেই ছিলেন। কিন্তু কিছুদূর এগনোর পরই মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই ধুন্ধুমার বাধে। গুলি চলে। মৃত্যু হয়।


আরও পড়ুন- ২১ জুলাই-এর মেনুতে সয়াবিনের তরকারি আর ডিম, ভাত! আরও এলাহি আয়োজন, তুঙ্গে শেষমুহূর্তের প্রস্তুতি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial