কলকাতা: ধারাবাহিকে গল্প মানেই যেন বাঙালির সন্ধেগুলো জমিয়ে দেওয়ার উপাদান। কাজ সেরে একটু অবসরযাপন। সপ্তাহের শুরুতে একঝলকে দেখে নেওয়া যাক, আগামী সপ্তাহে আপনার জনপ্রিয় ধারাবাহিকের গল্পগুলিতে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? নতুন কোনও ধারাবাহিক আসছে কী? চোখ রাখা যাক টেলি মশালায় (Telly Mashala)।
অনুরাগের ছোঁয়া
সোনার আসল বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যায় সূর্য। অন্যদিকে মিশকাকে বাড়ির পুজোয় আমন্ত্রণ জানায় দীপা আর সেখানেই ঘটে যায় এক অবাক করার মতো ঘটনা। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে সোনা জানতে পারে, সূর্য ও দীপাই তার আসল বাবা ও ও রূপা তার নিজের বোন। জীবনের সবচেয়ে বড় সত্যিটা মেনে নিয়ে কী ফের স্বাভাবিক থাকতে পারবে সে? উত্তর দেবে ধারাবাহিকের গল্প।
হরগৌরী পাইস হোটেল
খোকনের আগমনে ঐশানী ও শঙ্করের জীবনে নেমে আসে এক বিশাল অশান্তি। খোকন ঐশানীর ব্যবহার, লড়াই করার ক্ষমতা আর রান্নার গুণে মুগ্ধ। সে চায় ঐশানী তার সঙ্গে থাকুক। আর এবার খোকন এক নতুন পন্থা অবলম্বন করে। নিজের হোটেলে সে আয়োজন করে এক রান্না প্রতিযোগীতার। সেখানে যোগ দিয়ে জয়লাভ করতে পারলে তবেই ঐশানী জিতবে নিজের ব্যক্তিগত লড়াইয়ে। নাহলে হরগৌরী পাইস হোটেল ভেঙে দেওয়া হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে হয় শঙ্করকেও। এর পরের গল্পের হদিশ মিলবে ধারাবাহিকে।
বাংলা মিডিয়াম
স্কুল এক্সেলেন্স অ্যাওয়ার্ড-এ ইন্দিরার হাত ধরে কী তার স্কুল ফিউচার ড্রিমস সেরার শিরোপা জিততে পারবে? অন্যদিকে, নিবেদিতার চোখের অপারেশন হওয়ার পরে, পরিবারের সবার সামনে কি অনন্যার মুখোশ খুলে যাবে? সমস্ত উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে
ফুলকি
ধারাবাহিক ফুলকির গল্পে, বিবাহবন্ধনে আবদ্ধ হয় রোহিত ও ফুলকি। ভাইরাল হওয়া ছবি নিয়ে বিস্তর জলঘোলা হবার পরেই এই বিয়ে হয়। কিন্তু ফুলসজ্জার দিন সামনে আসে আরও এক তথ্য, জানা যায়, এই ছবিটি তোলা হয়েছিল স্বয়ং ফুলকির মোবাইল ফোন থেকেই। গোটা বাড়ির সবাই ভাবতে থাকে, ফুলকি বাড়ির বউ হওয়ার জন্যই এই ষড়যন্ত্র করেছে। কার সমর্থন পেয়ে কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে ফুলকি, সেই উত্তর মিলবে ধারাবাহিকে।
রাঙা বউ
গান করার জন্য হেনস্থা হতে হয় পাখিকে। কোনওমতে গুণ্ডাদের হাত থেকে পালিয়ে নিজেকে রক্ষা করে সে। আর তাঁকে অসহায়ের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তার দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এক মহিলা। তাকে নিজের বাড়ি নিয়ে যায়, পোশাকও পরতে দেয়। পরেরদিন পাখি সেই পোশাক ফেরত দিতে গিয়ে ওই মহিলার বাড়িতেই একটা কাজ পায়। নিজের পরিবারকে রক্ষা করার জন্য রান্নার কাজ নেই পাখি। শুরু হয় তার নতুন লড়াই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন