কলকাতা: প্রযোজনার (producer) পাশাপাশি এবার পরিচালকের (director) আসনে বসছেন অভিজিৎ নায়েক (Avijit Nayek)। ঘোষণা হল তাঁর পরিচালিত প্রথম ছবি 'সিঁড়ি'র (Sniri) নাম। মুখ্য চরিত্রে তুহিনা দাস (Tuhina Das)। এক বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শ্যুটিং।


আসছে 'সিঁড়ি', শেষ হয়েছে শ্যুটিং


অভিজিৎ নায়েক এবার পরিচালকের আসনে। নিজেরই প্রযোজনায় নিয়ে আসছেন তাঁর পরিচালিত প্রথম ছবি 'সিঁড়ি'। শেষ হয়েছে শ্যুটিং। কাজ চলছে ডাবিংয়ের। নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই বছরের নভেম্বর মাসেই মুক্তি পাবে ছবিটি। মুখ্য চরিত্রে দেখা যাবে তুহিনা দাসকে।




পরিচালক অভিজিৎ নায়েক




ঋজু বিশ্বাস ও বিশ্বজিৎ চক্রবর্তী


ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সুমিতা নামের একটি মেয়েকে যে ছোটবেলায় তার বাবাকে হারায়। সুমিতার চরিত্রে অভিনয় করেছেন তুহিনা। বাবাকে হারানোর পর মায়ের সঙ্গে সুমিতা মামাদের দয়ায় দিন কাটায়। বড় হওয়ার পরে নিজের চেষ্টায় একটা কল সেন্টারে চাকরি পায় সে এবং কলকাতায় থাকতে শুরু করে। কলকাতায় কাজ করতে করতে তার আলাপ হয় সপ্তক নামের এক ছেলের সঙ্গে। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক এগোয়। সপ্তকের চরিত্রে দেখা যাবে ঋজুকে।


সুমিতা ও সপ্তকের সম্পর্কে মেয়েটি হল অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী। সে যে কোনও উপায়ে তার কর্মক্ষেত্রের শীর্ষস্থানে পৌঁছতে চায়। যার জন্য সে অনেক খারাপ পথ অবলম্বন করে এবং সেটা সপ্তক জানতে পারে। ফলে স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ক ভেঙে যায়।


পরবর্তীকালে সুমিতার অফিসে একজন এইচআর আসেন। যার নাম সুপ্রতিম। এই চরিত্রে দেখা যাবে ইন্দ্রজিৎকে। এই সুপ্রতিমের সঙ্গে সুমিতার সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে বিয়ে হয়। বিয়ের পরে সুপ্রতিম সুমিতাকে ভালো রাখার জন্য একের পর এক খারাপ কাজ করতে থাকে যাতে সে বেশি টাকা রোজগার করতে পারে। কিন্তু খারাপ কাজ যে বেশিদিন চাপা থাকে না। কালের নিয়মে সবকিছু ধরা পড়ে গিয়ে তার চাকরি হারিয়ে ফেলে সুপ্রতিম। এরপর বাজার থেকে চড়া সুদে টাকা ধার করতে শুরু করে সে। কিন্তু তা শোধ দিতে পারে না। টাকা অনাদায়ে তাকে খুন হতে হয় এবং সুমিতাকে হতে হয় ধর্ষিতা। তারপর? কী হয় শেষ পর্যন্ত সুমিতার জীবনে?


'সিঁড়ি' ছবিতে অভিনয় করতে দেখা যাবে তুহিনা দাস, ঋজু বিশ্বাস, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী সিন্হা, বিশ্বজিৎ চক্রবর্তী, ঋতা দত্ত চক্রবর্তী, সুমিত গঙ্গোপাধ্যায়, অসীম, এলফিনা মুখোপাধ্যায়, শম্ভু মিত্র ও অন্যান্য অনেককে। প্রসঙ্গত এই ছবিতে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার লুকেও দেখা যাবে তুহিনাকে। প্রথমবার প্রস্থেটিক মেকআপ নিয়ে পর্দার সামনে দেখা যাবে অভিনেত্রীকে। নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী বলেন, 'এই চরিত্রটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ছবিতে আমার তিনটে বয়স দেখানো হয়েছে। এরকম আগে কখনও করিনি আমি। খুবই কম সময় ছিল আমাদের হাতে, তার মধ্যে এতগুলো লুক ও লোকেশনে শ্যুট করতে হয়েছে। আশা করছি পরিশ্রম যা করেছি তার প্রতিফলন পর্দায় দেখতে পাবেন এবং আপনাদের খুব ভালও লাগবে ছবিটি।'


আরও পড়ুন: Naseeruddin Shah Birthday: 'জানে ভি দো ইয়ারো' থেকে 'চমৎকার', নাসিরউদ্দিন শাহের অন্যতম জনপ্রিয় ৫ কমিক চরিত্র


এই ছবিতে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন লোপামুদ্রা মিত্র, শোভন গঙ্গোপাধ্যায়, ধীরজ ক্ষ্যাপা, সুপ্রিয়া চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্য। ট্র্যাজিক ও রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবির শ্যুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial