সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এক বছরেও ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণে ব্যর্থ বারাসাত পুরসভা (Barasat Municipal Corporation)। তার ফলে শহরের যেখানে সেখানে জমে উঠেছে জঞ্জালের পাহাড়। অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। অভিযোগ অস্বীকার পুরসভার। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহকুমাশাসকের (Barasat News)। তবে তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বেই এখন তেতে উঠেছে পরিস্থিতি।


প্রকাশ্যে এসে পড়ল পুরসভার সঙ্গে পঞ্চায়েত সমিতির বিবাদ


প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছিল এক বছর আগে। কিন্তু কাজের কাজ হয়নি।  আজও আধুনিকীকরণ হয়নি বারাসাত পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের। যাকে ঘিরে প্রকাশ্যে এসে পড়ল পুরসভার সঙ্গে পঞ্চায়েত সমিতির বিবাদ (North 24 Narganas News)।


উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভার ডাম্পিং গ্রাউন্ডটি অবস্থিত কদম্বগাছি এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, ডাম্পিং গ্রাউন্ডটি আধুনিক না হওয়ায় দুর্গন্ধে অতিষ্ঠ হতে হয় সারা বছর।  প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও কাজ হয়নি।  ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণের দাবিতে হয়েছে আন্দোলনও।  কিন্তু আজও সমস্যার সমাধান হয়নি। 


আরও পড়ুন: Murshidabad News: শিয়রে পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল-বিজেপি থেকে দলে দলে কংগ্রেসে, ১৫০০ জনকে যোগদান করালেন অধীর


এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে হয় জরুরি বৈঠক। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি বলে সূত্রের খবর।  তৃণমূল পরিচালিত পুরসভার দিকে আঙুল তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি।
 
স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি, ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণ না হলে, সেখানে জঞ্জাল ফেলতে দেবেন না। ফলে, জঞ্জালের পাহাড় জমছে শহরের বিভিন্ন জায়গায়। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তবে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।


পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক


অভিযোগ, এক বছর ধরে দুর্গন্ধের দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।কবে দূর হবে এই যন্ত্রণা?  অপেক্ষায় এলাকার বাসিন্দারা।


অন্য দিকে, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে কাল থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা। শনিবার মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। মেলার আয়োজন নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।


রবিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথি এবং মতুয়া ধর্ম মহামেলা। ৭ দিনের এই মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসতে শুরু করেছেন ভক্তরা।