গোয়া: জওহরলাল নেহরু স্টেডিয়ামে কি দ্বিতীয় আইএসএল (ISL Final) খেতাব আসতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) শিবিরে? প্রথমার্ধের শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। ১-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান। উৎসবের প্রস্তুতি নিয়ে ফেলেছেন সবুজ-মেরুন সমর্থকেরা। আইএসএল ফাইনালে শক্তিশালী বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে তখন ১-০ গোলে এগিয়ে প্রীতম কোটালরা। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন দিমিত্রি পেট্রাটস।
কিন্তু নাটকের তখনও বাকি ছিল। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে পেনাল্টি পেল বেঙ্গালুরু এফসি। পেনাল্টি থেকে গোল করে ১-১ করলেন সুনীল ছেত্রী। প্রথমার্ধ শেষ হল ১-১ গোলে।
ম্যাচের শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। কিক অফের পরেই চোট পান তাদের দলের অন্যতম সেরা অস্ত্র শিবা শক্তি। শূন্যে বল দখলের লড়াইয়ে কার্ল ম্যাকহিউ ও আশিক কুরুনিয়নের মধ্যে পড়ে চোট পান তিনি। স্ট্রেচারে চেপে মাঠ ছাড়তে হয় তাঁকে। শিবা শক্তির পরিবর্তে ম্যাচে ৩ মিনিটের মাথায় মাঠে নামেন সুনীল ছেত্রী। প্রথমার্ধের শেষে গোল করে সুনীলই বেঙ্গালুরুকে লড়াইয়ে রেখেছেন। আইএসএল ফাইনালে পরিবর্ত হিসাবে নেমে গোল করা চতুর্থ ফুটবলার বাংলার জামাই।
প্রথমার্ধের ১৩ মিনিটে কর্নার পায় এটিকে মোহনবাগান। পেট্রাটসের কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে হাতে লাগিয়ে বসেন রয় কৃষ্ণা। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন পেট্রাটস।
এটিকে মোহনবাগান এগিয়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সবুজ-মেরুন জনতা। ম্যাচ দেখতে গোয়ায় গিয়েছেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সবুজ-মেরুন জার্সি পরে ম্যাচ দেখছেন তিনি। তাঁকেও দেখা যায় গোলের পর উৎসবে মেতে উঠতে।
যদিও গোল খেয়ে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে বেঙ্গালুরু এফসি। ৬০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছিল বেঙ্গালুরু। তার ফলও পায়। প্রথমার্ধে ৩ মিনিট ইনজুরি টাইম দিয়েছিলেন রেফারি। তিন মিনিট শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের বক্সে রয় কৃষ্ণাকে ফাউল করে বসেন শুভাশিস। রেফারি পেনাল্টি দিলে কৃষ্ণা নন, শট নিতে যান সুনীল ছেত্রী। ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে রেকর্ড এটিকে মোহনবাগানের পক্ষে। চলতি ফাইনালের আগে পর্যন্ত এই মাঠে ২৯টি ম্যাচ খেলেছে সবুজ-মেরুন শিবির। তার মধ্যে ১৯টি ম্যাচ জিতেছে এটিকে মোহনবাগান। ফাইনালে কি এগিয়ে গিয়ে গোল হজম করেও ঘুরে দাঁড়াতে পারবে সবুজ-মেরুন শিবির?
আরও পড়ুন: দলে ফিরবেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কি সিরিজ জিততে পারবে ভারত?