কলকাতা: রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে অমিত শাহকে (Amit Shah) আপ্যায়ন করা হয় বলে দাবি উঠছে দু’তরফেই। কিন্তু কাশীপুরে (Cossipore ) বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু নিয়ে দিনভর চাপানউতোরের পর মহারাজের বাড়িতে বিজেপি নেতৃত্বের ভোজ খেতে যাওয়া নিয়ে এ বার কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। দিনভর কাশীপুর নিয়ে ‘কুম্ভীরাশ্রু’ ফেলার পরিশ্রম বিজেপি নেতৃত্ব ভোজ খেয়ে মেটালেন বলে কটাক্ষ করেছেন কুণাল।
শুক্রবার রাতে সৌরভের বাড়িতে নৈশভোজ বিজেপি নেতৃত্বের
শুক্রবার রাতে সৌরভের বেহালার বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। খাবার টেবিলে শাহ এবং সৌরভের পাশাপাশি দেখে গিয়েছে বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তকেও।
সৌরভের বাড়িতে নৈশভোজের সেই ছবি তুলে ধরেই বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন কুণাল। টুইটারে তিনি লেখেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়িতে যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন,বিজেপি-র অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গিয়েছেন?’ এর সঙ্গেই কুণালের সংযোজন, ‘কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল’!
আরও পড়ুন: Darjeeling: চাকরি চেয়ে রাস্তায় উত্তরবঙ্গের ২০১৪-র টেট উত্তীর্ণরা, আন্দোলনে বাধা পুলিশের
শাহের বঙ্গ সফরে শুরু থেকেই সৌরভের বাড়িতে তাঁর পা রাখার বিষয়টি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল। এর মধ্যে রাজনৈতিক সংযোগ নেই বলে দু’পক্ষই যদিও দাবি করেছে, কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিসিসিআই প্রেসিডেন্ট-এর সঙ্গে গেরুয়া শিবিরের রসায়ন নিয়ে জল্পনা তুঙ্গে। শাহ-পুত্র জয় শাহের সঙ্গেও দহরম মহরম রয়েছে সৌরভের। বিধানসভার নির্বাচনের আগে, বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে যখন আলোচনা চলছে, সেই সময় সৌরভের সঙ্গে দেখা করতে চেয়ে জল্পনা বাড়িয়ে তুলেছিলেন শাহ। যদিও সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়, সে যাত্রায় আলোচনা থিতিয়ে যায়।
সৌরভের বাড়িতে শাহের পদার্পণ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন
তাই এ বারেও সৌরভের বাডি়তে শাহের পদার্পণে রাজনৈতিক অনুষঙ্গ এসেই পড়েছে। তবে শাহের সফরের মধ্যেই কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এই রহস্যমৃত্যুকে গতকাল সরাসরি রাজনৈতিক হত্যা বলে দাগিয়ে দেন শাহ। তার জন্য একটি সমারোহও বাতিল করে দেন তিনি। দিন ভর সেই নিয়ে দাপিয়ে বেরিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই আবহেই দলবেঁধে বিজেপি নেতৃত্বের ভোজ খেতে যাওয়াকে বিঁধেছেন কুণাল।