কলকাতা: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই বাংলায় সর্বধর্ম সমন্বয়ে 'সম্প্রীতি মিছিল' মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা থেকে বাংলাকে ফের জেগে ওঠার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। তিনি জানালেন, বাংলার মানুষ সংস্কৃতিবান, সভ্যতার পাদপ্রতীপ। বর্তমান পরিস্থিতিতে দেশকে বাঁচাতে হলে, সর্বধর্ম সমন্বয়কে বাঁচাতে হলে, সব ধর্মের মানুষকে বাঁচাতে হলে, বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে জানান মমতা। অন্যথায় একদল লোক দেশ বিক্রি করে দেবে বলে মন্তব্য করেন। (Mamata Banerjee)
রবিবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে যখন উৎসবের আমেজ, সেই আবহেই কলকাতায় 'সম্প্রীতি মিছিল' বের করেন মমতা। কালীঘাটের মন্দিরে পুজো গিয়ে, গুরুদ্বার, মসজিদ, গির্জা ছুঁয়ে সভা করেন। সেখানেই বাংলার মানুষকে বার্তা দেন। মমতা বলেন, "বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানাই। আপনারা সংস্কৃতিবান মানুষ, সভ্যতার পাদপ্রদীপ। আপনাদের ঘরেই আলোকিত হয়েছিল সভ্যতার আলো। আপনাদের সবাইকে প্রণাম জানাই। আজ বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম বাঁচবে, রামকৃষ্ণ বাঁচবেন, বিবেকানন্দ বাঁচবেন, সবধর্মের মানুষ বাঁচবেন। ভোট কাছে এলে একটা দল দেশকে বিক্রি করে দিয়ে চলে যায়। আমার লজ্জা লাগে।" (Sampreeti Michhil)
মমতা এদিন বলেন, "কেউ রামের পুজো করেন কেউ আল্লাহ্-র। আমার কোনও আপত্তি নেই। আমার আপত্তি এক জায়গায়। যে দেশে বেকারের সংখ্যা কোটি কোটি, দেশের টাকা কোথায় গিয়েছে, কিভাবে গিয়েছে, কেউ জানে না, যে দেশের মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক, যে দেশে বিভিন্ন রাজ্য়ের মনুষ ডিম, মাছ মাংস খান, আমি নিজেই খাই, সেখানে গর্ভবতী মহিলারা ডিম খাবেন না, এটা কেউ বলতে পারে না। কে কী খাবে, কী পরবে, তা কেন কেউ ঠিক করে দেবে? ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির মানুষকে নিয়েই আমাদের দেশ। কে কী খাবেন, কে কী পরবেন, তা নিয়ে আপত্তির কী আছে? আজ কেউ যদি বলে, 'আমি যা বলব তাই হবে' ক্ষমতা থেকে চলে গেলে বুঝবেন। দেশের টাকা কোথায় গেল? বিজেপি-র পকেটে গিয়েছে।"
আরও পড়ুন: Mamata Banerjee: জোটের নামকরণ আমি করেছি, আমাকেই অসম্মান, লড়তে চাইলেও, লড়তে দেওয়া হচ্ছে না: মমতা
কেন্দ্রকে আক্রমণ করে এদিন ফের বাংলার বকেয়া নিয়ে সরব হন মমতা। তিনি জানান, ১০০ দিনের কাজের টাকা দেয় না যারা, গরিব মানুষগুলি না খেতে পেয়ে মারা যাচ্ছেন। অথচ ৭০০০ কোটি টাকার কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। রাস্তা, আবাসনের কাজ বন্ধ। স্বাস্থ্যের সব করে দিয়েছে বলে দাবি করছে কেন্দ্র, কিন্তু গেরুয়া রং করার দাবি জানাচ্ছে কেন্দ্র। মমতা বলেন, 'গেরুয়া রং যাঁরা পরেন, তাঁরা ধর্মচর্চা করেন, দানধ্যান করেন, দীক্ষা নেন, মনের মধ্যে ধর্মকে রাখেন। আমি সামাজিক জীব, মানুষ, আমি কেন রাজনৈতিক রং লাগাতে যাব? কেন একটা দলের প্রতীক ব্যবহার করতে দেব? অনেকেই বড় বড় কথা বলেন, নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুড়সুড়ি দেয়। BJP যেমন হিন্দুভোট ভাগ করে, তেমন কিছু দালাল নেতা তৈরি হয়েছে, যারা মুসলিম ভোট ভাগ করে। আমি করি না। ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে।"
NRC নিয়ে অশান্তির সময় কত লোক মারা গিয়েছিল প্রশ্ন তোলেন মমতা। তিনি জানান, সেদিন কেউ বেরোয়নি। তিনি এবং তৃণমূলের লোকজন রাস্তায় নেমে এসেছিলেন। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। মমতার দাবি, কখনও তাঁকে 'মমতাজ বেগম' বলে, কেউ আবার বলেন মুসলিমদের জন্য কিছু করেননি তিনি। বাবরি মসজিদের সময় কয়েক হাজার লোক মারা গিয়েছেন। সেই সময়ও তিনি রাস্তায় নেমেছিলেন। সেই সময় CPM কোথায় ছিল, প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, "আমি ধর্ম মানি, আমার ধর্ম আমার। যার যার ধর্ম তার। উৎসব সকলের।" যে CPM নিজেদের নাস্তিক বলে দাবি করে, তারা বাবরি মসজিদ ধ্বংসের সময় কোথায় ছিল, প্রশ্ন তোলেন মমতা।