আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা : আজ থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো থেকে ৪৮ ঘণ্টা চলবে ধর্না-কর্মসূচি। শনিবার, ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিক এবং আবাসের বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে ফের পথে নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে শুক্রবার, রেড রোডে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, শুক্রবার দুপুর ১টায় শুরু হবে তৃণমূলনেত্রীর ধর্না। চলবে ৪৮ ঘণ্টা। শনিবার, ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও, ধর্না চলবে। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে এই ধর্না-অবস্থান চালিয়ে নিয়ে যাওয়া হবে। এই কর্মসূচিকে জেলায় জেলায় পৌঁছে দেওয়ারও বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী।
তিনি বলেন, 'আগামীকাল (আজ শুক্রবার) থেকে ১০০ দিনের কাজে যাঁরা বকেয়া পাননি তাঁদের জন্য়, যাঁরা ঘর পাননি, তাঁদের জন্য রাস্তায় ৪৮ ঘণ্টা আমি নিজে করব ধর্না এবং তারপর এটা কন্টিনিউ করবে আমাদের বিভিন্ন ইউনিট। আপনারাও জেলায় জেলায় করবেন। বুথে বুথে করবেন। ব্লকে ব্লকে করবেন।'
এনিয়ে অবশ্য তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, '২ লক্ষ কোটি টাকা লুঠ, CAG-র রিপোর্ট ফেস করুন। মানুষের কাছে আগে তার জবাবদিহি করুক। তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুঠ, দুর্নীতির কারণে, স্বেচ্ছাচারিতার কারণে, প্রকল্পের নাম বদলের কারণে, এক ফান্ডের টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কারণে, আজকে পশ্চিমবঙ্গের অসহায় প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছেন।'
শুক্রবার, থেকে রেড রোডে আম্বেডরক মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। আর এখান থেকে কিছুটা দূরে, মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ১ হাজার ৫৪ দিন থেকে অবস্থান-আন্দোলন করছেন SLST-র নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, বিকালে ময়দান থানা থেকে মেল করে, নিরাপত্তার কারণ দেখিয়ে, শুক্রবার থেকে তিন দিন তাঁদের অবস্থান স্থগিত রাখতে বলা হয়।
SLST-র চাকরিপ্রার্থী অভিষেক সেন বলেন, 'আমরা আদালতের নির্দেশ নিয়ে গান্ধী মূর্তিতে বসে আছি। আমরা তো গত হাজার দিন ধরে শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে ওখানে প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের জন্য যদি আইন-শৃঙ্খলার অবনতি হয়, অবশ্যই আমরা তাহলে বসব না। নিয়োগপত্রটা দিয়ে আমাদের ওখান থেকে একেবারেই তুলে দেওয়া হোক।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম চালানোর জন্য ধর্না-মঞ্চের পাশেই আলাদা ব্যবস্থা থাকছে। শুক্রবার সেখানে, দুই বর্ধমানের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে পারেন তৃণমূলনেত্রী।