জয়ন্ত পাল, কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোভিড বিধি মেনেই পুরভোটের প্রচার করার কথা রাজনৈতিক দলগুলির। সোমবার রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এরই মধ্যে প্রচার করলেন। এদিন বিধাননগর পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোহাম্মদ সিরাজুল হককে সঙ্গে নিয়ে প্রচার সারেন তৃণমূল নেতা। যদিও প্রচারে বেরিয়ে স্থানীয়দের নানা অভিযোগ ও প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে।
হাতিয়াড়ার বড় বাগান এলাকায় প্রচার করতে গিয়ে একপ্রকার বিক্ষোভের সম্মুখীন হন তিনি। স্থানীয়দের অভিযোগ জলযন্ত্রণাই এই এলাকার অন্যতম প্রধান সমস্যা। বৃষ্টি হলে প্রতিটি বাড়িই প্রায় জলের তলায় থাকে। এ সমস্যার সুরাহা হয়নি এখনও। এদিন তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়কে সেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। যদিও নেতার সাফ যুক্তি ওয়ার্ডের দায়িত্ব থাকা বাম নেতা উন্নয়নের কাজ করতে সক্ষম হননি।
এদিকে, ১৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা বাম জনপ্রতিনিধি মহসীন আহমেদ জানিয়েছেন তিনি বিভিন্ন সময়ে স্থানীয়দের অভাব অভিযোগ নিয়ে পৌরনিগমে জানিয়েছেন। কিন্তু তাঁর বক্তব্যকে মান্যতা দেওয়া হয়নি কখনই, এমনই অভিযোগ করেন বাম নেতা এদিন। সিপিআইএম প্রার্থী বলেন, ভিন্ন এলাকায় জল জমা নিয়ে মানুষের একটা ক্ষোভ রয়েছে। কিন্তু প্রাক্তন সিপিআইএমের কাউন্সিলর এর অভিযোগ তিনি বিরোধী দলের কাউন্সিল হওয়ায় তাকে এলাকার উন্নয়নের কোনও কাজ করতে দেওয়া হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি, তাপস চট্টোপাধ্যায় এই এলাকার বিধায়ক। তাই তাঁকে এই সমস্যার কথা জানিয়েছেন তারা।
অন্যদিকে, এদিন বিধাননগর পৌরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী রিঙ্কু রহমানের সমর্থনে প্রচারে আসেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। করোনা বিধি না মেনে প্রচুর মানুষকে সঙ্গে নিয়ে হুডখোলা জিপে করে মিছিল করে প্রচার করেন, এমনই অভিযোগ উঠেছে বাম নেতার বিরুদ্ধে। যদিও সেলিম বলেন, "আমি একাই এসেছি। আমার পিছনে এত লোক চলে আসলে আমি কি করতে পারি।"