নয়াদিল্লি : দেশজুড়ে এবার বারো ঊর্ধ্বদেরও ভ্যাকসিনেশন (Vaccination) প্রক্রিয়া শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, মার্চেই ভারতে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা (Corona) টিকাকরণ। কো-উইন (Co-WIN) পোর্টালের তথ্য অনুসারে, এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের। আরও প্রায় চার কোটি ভ্যাকসিন ১৫ থেকে ১৭ বছর বয়সীদের দেওয়া হবে। তারপরেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। দেশে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে (Covaxin) ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই (DCGI)।


মার্চের শুরু থেকেই বারো ঊর্ধ্বদের করোনার টিকা দেওয়া শুরু হবে বলেই জানিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমুউনাইজেশন (National Technical Advisory Group on Immunisation)-এর চেয়ারম্যান চিকিৎসক এনকে অরোরা। তাঁর মতে, ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের গতির পাশাপাশি কতটা টিকাকরণ করা হয়েছে, সেই ভিত্তিতে নির্দিষ্ট দিনক্ষণ স্থির হবে।


এদিকে, করোনার (COVID Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শিশুদের টিকাকরণ শুরু হয়েছে। ধাপে ধাপে ভারতও সেই পথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আগামী মার্চ থেকে বারো ঊর্ধ্বদের টিকাকরণ প্রসঙ্গকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসকরা। শিশু রোগ বিশেষজ্ঞ জয়দেব রায় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগেই বলেছিলাম, ১৫ ঊর্ধ্বদের পর ছোটদের টিকা দিতে হবে। ২ বছরের ঊর্ধ্বে যারা, তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ কিন্তু আগে থেকেই হয়ে রয়েছে। তাই ধীরে ধীরে ছোটদেরও টিকা দেওয়ার কাজ শুরু করতে হবে।’’


 







এমনিতেই গোটা বিশ্বে এখনও 'তাণ্ডব' চালাচ্ছে করোনা। এদিকে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ভাইরাসের প্রভাব এখনও কতটা রয়েছে তা বোঝা যাচ্ছে সম্প্রতি সামনে আসা একটা তথ্যেই। জানা গেছে, অতিমারী শুরুর পর থেকে এই প্রথম বাচ্চাদের হাসপাতালে ভর্তির হার বেড়ে গেছে আমেরিকায়। এমনই তথ্য সামনে এনেছে আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্য়ান্ড প্রিভেনশন (US Centers for Disease Control and Prevention)।


আরও পড়ুন- মার্চেই ১২ থেকে ১৪ বয়সিদের টিকা! ঝুঁকি কমবে বলে আশাবাদী চিকিৎসকরা