আশাবুল হোসেন, কলকাতা : উপ রাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে (Margaret Alva) সমর্থন করবে না তৃণমূল, সাংসদীয় দলের বৈঠকের পর জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধী প্রার্থীকে ভোট না দেওয়ার প্রসঙ্গে বলেন, ‘মমতার সঙ্গে আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, বিজেপি-বিরোধী শক্তিকে স্বাগত জানাচ্ছি। উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে ভোট না দিলেই ঐক্যে ফাটল তা নয়। বিরোধী ঐক্য রাখতে হলে, সাধারণ মানুষের হয়েও প্রতিবাদ করতে পারেন। পাশাপাশি বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় প্রসঙ্গে অভিষেক বলেন, '‘কোনওভাবেই জগদীপ ধনকড়কে সমর্থন করতে পারে না তৃণমূল’
জগদীপ ধনকড়কে ভোট না দিয়ে কি আখেরে তাঁকে সুবিধা করে দেওয়া জানতে চাওয়া হলে অভিষেকের পাল্টা, 'অঙ্কের বিচারে বুঝিয়ে দিন কীভাবে তা সম্ভব। নীতির জায়গা থেকে এনডিএ প্রার্থীকে সমর্থন করব না আমরা। আর যে কোনও ভোটে ভোট না দেওয়ার অধিকারও থাকে।' পাশাপাশি অভিষেকে সংযোজন, 'ব্যক্তিগত স্তরে মার্গারেট আলভার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভাল। কিন্তু উপ রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে পথে এগোনো হয়েছে, তা ঠিক নয়।'
আরও পড়ুন- 'তৃণমূলের নামে টাকা তুললে বা বদমাইশি করলে ধরে পুলিশের হাতে তুলে দিন' : মমতা
প্রসঙ্গত আগামী ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ। যেখানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar)। অপরদিকে বিরোধী শিবিরের প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা। রাষ্ট্রপতি নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা নিলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল সেভাবে ভূমিকা নেয়নি।
একুশের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উপ রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে তৃণমূলের অবস্থান নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত দেবেন বলেই মনে করা হয়েছিল। কিন্তু তেমনটা না করে সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। যেখানে অসুস্থতার জেরে সিএম জাটুয়া ও একুশের সমাবেশের শেষে কর্মী, সমর্থকদের বাড়ি ফেরার বিষয়টি নিয়ে ব্যস্ত থাকা সুব্রত বক্সি ছাড়া ৩৩ জন সাংসদ উপস্থিত ছিলেন। যেখানে সকলে তাঁদের মতামত রাখেন বলেই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ রাষ্ট্রপতি পদে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তের সঙ্গে '৮৫ শতাংশ সাংসদই' সহমত বলেই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।