আশাবুল হোসেন, আবির দত্ত, রুমা পাল, কলকাতা : সাম্প্রতিক একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব, তখন এনিয়ে পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরীর মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও, কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ।


আনিস খান হত্যা থেকে শুরু করে পানিহাটি, ঝালদা, রামপুরহাটের মতো ঘটনাকে হাতিয়ার করে, বিজেপি যখন বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়াচ্ছে। তখন বৃহস্পতিবার এনিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্য বিজেপিও।

' ৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব'
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, ' বারবার বলছে ৩৫৬ জারি করবে, ২১৩টা জিতেছি, ৩৫৬ ধারা জারি করলে ২৫০টা আসনে জিতব' । বৃহস্পতিবার  শুভেন্দু-অধীর আঁতাঁতের অভিযোগেও সরব হন অভিষেক। বাম-বিজেপি-কংগ্রেসকে এক সারিতে রেখে আক্রমণ শানান। যদিও, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছে বাম-কংগ্রেস।


অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' সিপিএম-কংগ্রেসের খালি ভাষণ। বিধানসভা ও লোকসভার দলনেতা হরিহর আত্মা। দু’জনেই মমতাকে আক্রমণ করছে। শুভেন্দু আক্রমণ করছেন মমতাকে, অধীর আক্রমণ করছেন মমতাকে। সব তলায় তলায় এক। এরা দলটাকে বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে' 


'আমরা ঘাসফুলের দল, যত কাটবে, তত বাড়ব'
কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে, আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তা নিয়েও এদিন সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' ৬-৭ বার নোটিস পাঠিয়েছে। ৯ ঘণ্টা প্রশ্নের উত্তর দিয়েছি। তদন্তের সম্মুখীন হয়েছি। কেউ যদি ভাবে নোটিস পাঠিয়ে দমিয়ে রাখব, আমি অন্য ধাতুতে তৈরি। আমার হাত কেটে দিলেও, জয় বাংলা বেরোবে। লোহা আগুনে পুড়ে তৈরি হয়। আমরা ঘাসফুলের দল, যত কাটবে, তত বাড়ব' 


বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিকবাজার অবধি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১২ এপ্রিল বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন। ১৬ এপ্রিল ফল ঘোষণা।