বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর (CM District Tour) জেলা সফরের আগের সমবায় ভোটে (Cooperative Election) জয়ী তৃণমূল। ময়নায় খাটল না নন্দকুমার মডেল। সিপিএম-বিজেপি (CPM BJP Alliance) জোটকে পরাস্ত করল তৃণমূল কংগ্রেস।


কী হল?
ময়না ব্লকের পশ্চিম নৈছনপুর গ্রাম পঞ্চায়েতের নারিকেলদাহা পশ্চিম নৈছনপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন হয় আজ। সকাল থেকে কড়া নিরাপত্তায় চলে নির্বাচন। এই সমবায় সমিতিতে মোট ৫৩টি আসন। তবে আজ ৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বাকি দুটি আসন আগেই জিতে যায় তৃণমূল। সিপিএম, বিজেপি জোট করে প্রগতিশীল বাঁচাও মঞ্চের ৫১টি আসনে প্রার্থী দিয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় ৫৩ টি আসনে। এদিন ভোট শুরুর আগে দু'পক্ষের মধ্যে বচসা বাধে। পরে পুলিশ তৎপর হয়ে দু'পক্ষকে সরিয়ে দেয়। ভোটগণনায় দেখা যায়, তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৩৩ টি আসন। জোট পেয়েছে ২০ টি আসন। তৃণমূল অবশ্য কোনও বচসা বা অশান্তির কথা মানতে চায়নি। তাদের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। যদিও বিজেপির অভিযোগ ছিল, বাইরে থেকে লোক এনে এরা ছাপ্পা ভোট দিতে চাইছিল। কিন্তু তারা অভিযোগ করায় পুলিশ ওদের সরিয়ে দেয়। এদিন জয়ের পর সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 


জোটের জয় মাসখানেক আগেই...
মাসখানেক আগেই সমবায় সমিতির ভোটে জয় জয়কার হয়েছিল রাম - বাম জোটের। কার্যত খাতাই খুলতে পারেনি ঘাসফুল শিবির। সে বার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় জয়কার হয়েছিল প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিদের।  নস্করপুর সমবায় সমিতির মোট ভোটার ছিলেন ৯২৪। ভোট পোল হয়েছে ৮২৭ টি। আসন সংখ্যা ছিল ৯ টি। নটি আসনেই বিপুল ভোটে জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আটবাটি হাইস্কুলে ব্যাপক সংখক এগরা থানার পুলিশ মোতায়েন ছিল। ভোটে জেতার পর গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনি তুলে উল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বামেদের তরফে সমর্থকদের একে অন্যকে লাল তিলক লাগিয়ে ইনকিলাব স্লোগান তুলে উল্লাসে মাতেন। বিরোধীদের দাবী, আগামী পঞ্চায়েত ভোটে এই ভাবে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে প্রদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত দখল করবে। তবে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। তার পরেই এই দিনের নির্বাচন ও তার ফলাফল।


আরও পড়ুন:রাজু ঝা খুন-কাণ্ডে তোপ অনুরাগ ঠাকুরের, নিশানায় মুখ্যমন্ত্রী