কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এবার ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস (TMC Women Cell)। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছে তারা। কেন্দ্রীয় বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ধর্না কর্মসূচি (TMC Dharna)। আগামী কাল, অর্থাৎ বুধবার সকাল ১০টায় শুরু হবে ধর্না, চলবে বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত। একটানা ৩২ ঘণ্টার ধর্না কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের (Kolkata News)।
কিছু দিন আগে কেন্দ্রের বিরুদ্ধে কলকাতায় ধর্নায় বসেন মমতাও
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এর আগে কলকাতায় ধর্নায় বসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ১০০ দিনের কাজের টাকা থেকে আবাস যোজনা, গ্রামীণ সড়ক নির্মাণের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করেছিলেন তিনি। জিএসটি বাবদ রাজ্য থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গেলেও, রাজ্যের প্রাপ্য টাকা গায়ে জোরে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ মমতার সেই ধর্না অবস্থানে হাজির হয়েছিলেন তৃণমূলের বড়-ছোট সব নেতাই। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা। আগামী দিনে দিল্লি থেকেও তাদের উৎখাত করার ডাক দিয়েছিলেন। তার পর জেলা সফরে বেরিয়ে প্রাপ্য বকেয়ার দাবিতে সাধারণ মানুষের কাছে চিঠি লেখার আর্জি জানান অভিষেকও। সেই চিঠি নিয়ে দিল্লি যাবেন বলে জানিয়েছেন তিনি। সেই আবহেই এ বার ধর্নায় বসছে তৃণমূল মহিলা কংগ্রেস।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে', তৃণমূল সরকারের বর্ষপূর্তিতে বার্তা মমতার
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতা দখল করে তৃণমূল। মঙ্গলবার, ২ মে তার বর্ষপূর্তিতেও মমতার কথায় উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার কথা। মমতা বলেন, "আমরা ভেবেছিলাম ৩৪ বছরের অত্যাচারী সরকারের অবসানের পর কেন্দ্রের কাছ থেকে একটু সহানুভূতি পাব। ন্যায্য টাকা হাতে পাব। কিন্তু সহানুভূতি তো দূর, ১০০ দিনের কাজের টাকাও মেলেনি। যাঁরা কাজ করেছেন, পরিশ্রমের টাকা পাননি। তার মধ্যেও আমরা কিন্তু বিভিন্ন বিভাগের মধ্যে দিয়ে ১০০ দিনের কাজ চালিয়ে গিয়েছি।"
আরও পড়ুন: Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
তৃণমূলকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু
এ নিয়ে যদিও তৃণমূলকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আসার তৃতীয় টার্মের দ্বিতীয় বর্ষপূর্তিতে তারা পশ্চিমবঙ্গের লোককে উপহার দিল বিজয় ভুঁইয়া।) এ দিন শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবসও পালন করে বিজেপি।, বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে মিছিল করে ধর্মতলায় আসেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। এর পর, ডোরিনা ক্রসিংয়ে সমাবেশ করেন বিজেপির নেতা-কর্মীরা।