অতসী মুখোপাধ্যায়, কলকাতা : চিড়িয়াখানা (Alipore Zoo) জমজমাট! ভিড়ে ভিড়াক্কার ভিক্টোরিয়া (Victoria Memorial)। একুশের সমাবেশে (TMC Martyrs Day) যোগ দিতে আসা তৃণমূল কর্মী, সমর্থকরা ঘুরে দেখলেন কলকাতা বিভিন্ন জায়গা। শহিদ সমাবেশের পাশাপাশি কলকাতাকে (Kolkata) উপভোগ করলেন এঁরা।


একুশের সমাবেশ। তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে গন্তব্য ধর্মতলা। তাই কোচবিহার থেকে কাকদ্বীপ-সব পথ এসে মিশেছে কলকাতায়। নেত্রীর বার্তা শুনতে আসা মানুষের জমায়েতে গিজগিজ করছে কলকাতা। নেত্রীর বার্তা শুনতে আসা মানুষের জমায়েতে গিজগিজ করছে কলকাতা। কিন্তু অনেকেরই এ শহরে আসা প্রথমবার। আগে কখনও ঘুরে দেখার সুযোগ হয়নি কলকাতার আনাচকানাচ।


বৃহস্পতিবার একুশের সমাবেশে যোগ দেওয়ার আগে অনেকেই ভিড় জমালেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আলিপুর চিড়িয়াখানায়। পরিস্থিতি এমন হয়, টিকিট কাউন্টারের সামনে ভিড় সামাল দিতে মাইকে ঘন ঘন ঘোষণা করতে শোনা যায়। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, বৃহস্পতিবার, সকাল ১০ টার মধ্যেই ১৫ হাজার দর্শক ঢুকেছেন। একই ছবি দেখা গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালেও। একুশের সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছিলেন অনেকে। সবমিলিয়ে একুশের সমাবেশের পাশাপাশি কলকাতাকে দিনভর উপভোগ করলেন সকলে।


কলকাতা ভ্রমণের পর তৃণমূলনেত্রীর বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ ভিড়ে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কর্মী, সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বক্তার বক্তব্য তাঁরা শোনেন বৃষ্টিতে ভিজতে ভিজতেই। যে প্রসঙ্গে পরে বক্তব্য রাখার সময় তৃণমূলনেত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়ি গিয়ে গরম জলে স্নান সারতে। ঘাসফুল শিবিরের একাধিক কর্মসূচি জানানোর পাশাপাশি কর্মী-সমর্থকদের বাড়ি ফিরে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেতেও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।


এদিকে, একুশের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


আরও পড়ুন- 'সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী ২১ জুলাইয়ের সভা দেখছিলেন' খোঁচা অভিষেকের