কলকাতা: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ । তাঁকে মানহানির নোটিস পাঠালেন যুব তৃণমূলে রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে নাম জড়িয়ে সৌমিত্র অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ সায়নীর। তাতেই সরাসরি আইনি নোটিস ধরালেন। 


কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়ে সৌমিত্র অবমাননাকর মন্তব্য


নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল গ্রেফতার হয়েছেন। চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর পরই নেটমাধ্যমে সায়নীর সঙ্গে কুন্তলের ছবি সামনে আসে, যেখানে জন্মদিনে কুন্তলকে কেক খাইয়ে দিচ্ছেন নায়িকা। তার পরই সায়নীকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন সৌমিত্র। তাঁর বক্তব্য ছিল, "ওপা, সোপা, সাকু...সায়নী এবং কুন্তল 'সাকু'। এটা অবৈধ ব্যাপার। অবৈধ সম্পর্কের এক নতুন চিত্রনাট্য তৃণমূলের। পয়সা রোজগারের জন্য সব কিছু করতে পারে। কুন্তলের সঙ্গে কী সম্পর্ক এটা! অবৈধ সম্পর্কের হাতছানি। "



আরও পড়ুন: Suman Kanjilal: মানুষের সঙ্গে প্রবঞ্চনা, দু’বছর দেখাই মেলেনি সাংসদের! ফুল বদলেই জন বার্লার বিরুদ্ধে সরব সুমন


এর পরই এ দিন ট্যুইটারে নিজেই সৌমিত্রকে পাঠানো নোটিসের প্রতিলিপি তুলে ধরেন সায়নী। তাতে লেখেন, 'গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ্যে যে অবমাননাসূচক মন্তব্য করেছিলেন, তার জন্য সৌমিত্র খাঁকে পাঠানো নোটিস পাঠালাম। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ওঁকে, নইলে আদালতে গিয়ে আইনি অধিকারের প্রয়োগ করব আমি'।


ট্যুইটারে নিজেই সৌমিত্রকে পাঠানো নোটিসের প্রতিলিপি তুলে ধরেন সায়নী


স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলায় বাঁকুড়া আদালতে হাজির হয়ে সায়নীকে নিশানা করেছিলেন সৌমিত্র। তাঁর বক্তব্য ছিল, "কুন্তল এবং সায়নীর মধ্যে অবৈধ সম্পর্ক ছিল কিনা, তারও তদন্ত হওয়া প্রয়োজন।" এর পরই তাঁকে নোটিস ধরালেন সায়নী। তবে এ নিয়ে প্রতিক্রিয়া জানাননি সৌমিত্র।


নিয়োগ দুর্নীতিতে এ যাবৎ নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতার। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলেই রয়েছেন এখনও। সেই নিয়ে লাগাতার সুর চড়িয়ে চলেছে বিজেপি। কুন্তলের নাম উঠে আসার পর বেনজির ভাবে অপ্রীতিকর ভাষায় তাঁকে আক্রমণ করেন সৌমিত্র।