কলকাতা: বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কালো পতাকা দেখানোয় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। জেলায় জেলায় বিক্ষোভ দেখানো হবে। এরা পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সব কলেজের সামনে কাল বিক্ষোভ কর্মসূচি টিএমসিপি-র (TMCP)।


ভোট প্রচারে এদিন মোদির গড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ২ দিনের সফরে  বারাণসীতে গিয়েছেন তিনি। আগামীকাল সমাজবাদী পার্টির নির্বাচনী সভায় অখিলেশ যাদবের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে যাওয়ার পরই তৃণমূল নেত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির। গঙ্গার ঘাটে যাওয়ার পথে মমতাকে কালো পতাকা দেখানো হয়। জয় শ্রীরাম স্লোগান ওঠে। এমনকী মমতার গাড়িতে আঘাতও করা হয়। যদিও মেজাজ না হারিয়ে তৃণমূলনেত্রী তাঁদের উদ্দেশে বলেন, যেভাবে আপনারা আমায় স্বাগত জানালেন তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু, এভাবে আমাকে ভয় পাওয়ানো যাবে না। যা কিছু রাজনৈতিক জবাব তা কাল দেব।  এদিকে এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আসার কথা থাকলেও কেন পর্যাপ্ত পুলিশ ছিল না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও সেখান থেকে বেরিয়ে এসে বারাণসীর ঘাটে গঙ্গারতি দেখতে যান মমতা।


আগামীকাল অখিলেশ যাদব ও জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোক দলের যৌথ সমাবশ রয়েছে বারাণসীতে। সেখানেই যোগ দেবেন তৃণমূলনেত্রী। এটা অখিলেশ যাদবের সঙ্গে মমতা দ্বিতীয় কর্মসূচি হতে চলেছে। এই ঘটনায় এদিন অখিলেশ যাদব (Akhilesh Yadav) ট্যুইটারে লেখেন, “বিজেপির অবস্থা খারাপ, কারণ দিদি-ভাই একসঙ্গে। বাংলায় লজ্জাজনক হারের ধাক্কা থেকে এখনও বেরোতে পারেনি বিজেপি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসীতে আসায় কালো পতাকা দেখাচ্ছে বিজেপি।‘’ “এটা বিজেপির হতাশার অপর রূপ। কারণ তারা জানে, উত্তরপ্রদেশেও বিজেপির ভরাডুবি হবে। ট্যুইট সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের।


এদিকে এই ঘটনায় ভারপ্রাপ্ত আইপিএস অফিসারদের সাসপেনশনের দাবি তুলে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, উত্তরপ্রদেশে বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোথায়? জেড প্লাস নিরাপত্তা সত্ত্বেও কেন হামলা? বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর প্রতিবাদে আগামীকাল  রাজ্যের সব কলেজের সামনে কাল বিক্ষোভ কর্মসূচি গ্রহণ টিএমসিপি-র।