নয়াদিল্লি: পরিচালক মণি রত্নম তাঁর মহাকাব্য উপন্যাসের অবলম্বনে তৈরি ছবি 'পোনিয়িন সেলভান-১' শ্যুটিং শেষ করেছেন। আগেই শোনা গিয়েছিল সেই খবর। এই বিগ বাজেটের 'লার্জার দ্যান লাইফ' ছবিটি প্রযোজনা করছেন 'লাইকা প্রোডাকশন', সঙ্গে 'মাদ্রাজ টকিস'। সঙ্গীত পরিচালনা করছেন এ. আর. রহমান। এবার ছবি নির্মাতারা ঘোষণা করলেন ছবির মুক্তির তারিখ। ২০২২ সালেরই ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পিএস-১'।
গল্পটি দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে সেট করা হয়েছে যখন শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ফাটল দেখা দেয়। বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তৃষার ফার্স্ট লুক পোস্টারও প্রকাশিত হয়েছে।
এটি একটি দুঃসাহসিক গল্প যেখানে সাহসী সৈন্য, ধূর্ত গুপ্তচর এবং দুষ্ট পরিকল্পনাকারীরা সবাই নিজেদের মতো করে সাম্রাজ্য জয় করার চেষ্টা করে। গৃহযুদ্ধ আসন্ন হয়। এই সমস্ত রাজনৈতিক এবং সামরিক অশান্তি চোলদের এই দেশের সবচেয়ে সমৃদ্ধ এবং শক্তিশালী সাম্রাজ্য এবং ইতিহাসের সবচেয়ে সফল এবং দীর্ঘ রাজত্বের একটিতে পরিণত করে।
আরও পড়ুন: Radhe Shyam Final Trailer: প্রকাশ্যে 'রাধে শ্যাম' ছবির নতুন ট্রেলার, নজর কাড়লেন প্রভাস
ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল। ছবিটি তামিল, হিন্দি, তেলুগু, মালয়লম, কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা।