কলকাতা: স্কুলে চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তার ধারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা । অন্যদিকে স্কুলে নিযোগ দুর্নীতি মামলায় একের পর এক কড়া নির্দেশ দিচ্ছে হাইকোর্ট ।


গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ-সহ অনেকে। CBI, ED-র জালে ধরা পড়েছে অনেক এজেন্ট, সাব এজেন্ট। ভেসে আসছে অনেক নাম! কিন্তু নিয়োগ দুর্নীতির আসল মাথারা ধরা পড়বে কবে? সেদিকেই যখন সবার নজর, তখনই গোটা ঘটনায় অন্য মোড় দিয়েছে একটি নাম...হৈমন্তী গঙ্গোপাধ্যায় । যিনি গোপাল দলপতির স্ত্রী। যাঁকে 'রহস্যময়ী নারী' হিসেবে বর্ণনা করেছেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।


কুন্তল ঘোষ বলছে, এই সমস্ত তদন্ত ঘোরানোর জন্য কোনও কথা বলে লাভ নেই। যা টাকা আছে, যা টাকা রেখেছে গোপাল দলপতি এবং তাঁর...রহস্যময়ী নারীর নাম হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায় ও আরমান গাঙ্গুলী ওরফে গোপাল দলপতির বউ। এরপর একে একে সামনে এসেছেন হৈমন্তীর মা। তাঁর স্বামী


নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত  গোপাল দলপতি আবার বলছেন, সবার প্রথমে বলি, এই দু্র্নীতি মামলায় হৈমন্তীর হাজার হাজার মাইল দূরে কোনও সম্পর্ক নেই। কিন্তু, যে হৈমন্তী একটা সময় বিনোদন দুনিয়ায় পা রেখে বড়পর্দায় মুখ দেখিয়েছিলেন যিনি নিয়মিত অ্যাক্টিভ থাকতেন সোশাল মিডিয়ায়। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম সামনে আসতেই, কার্যত 'উধাও' গোপাল দলপতির স্ত্রী। তিনি কবে সর্বসমক্ষে সেটাই এখন বড় প্রশ্ন! আর এভাবেই যখন আড়ালে থেকে ক্রমেই রহস্য বাড়াচ্ছেন হৈমন্তী, তখনই চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁর মা । 


স্ত্রীকে প্রকাশ্যে আসার আর্জি জানিয়েছেন খোদ গোপাল দলপতিও। এখন প্রশ্ন হল, হৈমন্তী সামনে এলেই কি নিয়োগ দুর্নীতি জট আরও খুলবে? বিজেপি অবশ্য তাঁর নাম সামনে আনার পিছনে অন্য ষড়যন্ত্র দেখছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,  অর্পিতা, হৈমন্তী ওইসব ছোটখাট নাম। নজর ঘোরাতে এসব নাম সামনে আনা হচ্ছে। তদন্ত হচ্ছে, কালীঘাট পর্যন্ত পৌঁছে গেছে, কাকুকে পাওয়া গেছে, এরপর ভাইপো ধরা পড়বে। বিতর্ক, তরজার তেজ ক্রমেই বাড়ছে। কিন্তু এই সমস্ত বিতর্কে অবসান ঘটাতে, কবে সামনে আসবেন কুন্তল বর্ণিত 'রহস্যময়ী নারী'?সেদিকেই নজর রয়েছে সবার।