কলকাতা: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস, একের পর এক হাসপাতালে শিশুর মৃত্যু। ২দিনে সরকারি হাসপাতালে নিউমোনিয়া, অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্যু। অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই সরকারি-বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট। প্রায় সব হাসপাতালেই পেডিয়াট্রিক আইসিইউয়ের জন্য হাহাকার। 


অ্যাডিনো আতঙ্কে শিশুদের নতুন ওয়ার্ড: করোনার ভয়ঙ্কর স্মৃতি উসকে দিচ্ছে অ্য়াডিনো। একের পর এক হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের মৃত্য়ু মিছিল। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে, শিশু ভর্তির সংখ্য়াটা হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে এদিন স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, বেলেঘাটা আইডিতে শিশুদের নতুন ওয়ার্ড করা হবে। বিসি রায় হাসপাতালের চাপ কমাতে বেলেঘাটা আইডিতে ৫০ বেডের ওয়ার্ড। শিশু বিভাগ থাকা হাসপাতালগুলিকে আরও ২ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ। ভেন্টিলেটর, অক্সিজেন সরবরাহ নজরদারিতে রাখার নির্দেশ স্বাস্থ্যদফতরের। জেলা থেকে অপ্রয়োজনীয় রেফার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। করোনার মতোই কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলায় প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ। শুধু তাই নয় কোনও শিশুর মৃত্য়ু হলে, মৃত্য়ুর কারণ পর্যালোচনা করতে হবে।


৩২ ঘণ্টায় কলকাতার সরকারি হাসপাতালে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ৫ শিশুর মৃত্য়ু হয়েছে।যার মধ্যে ২ শিশু অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত ও বাকি ৩ শিশুর মৃত্য়ুর কারণ নিউমোনিয়া বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে। সোমবার ভোর ৫টা ১০-এ, কলকাতা মেডিক্য়াল কলেজে মৃত্য়ু হয় চন্দননগরের বাসিন্দা ৯ মাসের এক শিশুকন্য়ার। পরিবার সূত্রে খবর,প্রবল শ্বাসকষ্ট ও জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। ২০ তারিখ থেকে ভেন্টিলেশনে রাখা হয় তাকে।এরই মধ্যে সোমবার ভোরে ঘটে গেল মারাত্মক ঘটনা। ডেথ সার্টিফিকেটে শিশুর মৃত্য়ুর কারণ নিউমোনিয়া বলে উল্লেখ করা হয়েছে।অন্যদিকে, এদিন ভোরে বি সি রায় শিশু হাসপাতালেও শ্বাসকষ্টজনিত কারণে এক শিশুর মৃত্যু হয়। পেডিয়াট্রিক আইসিইউ-তে ভর্তি ছিল শিশু। তারও ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্য়ার কথা উল্লেখ রয়েছে।

রবিবার ভোরে, কলকাতা মেডিক্য়াল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত দেড়বছরের এক শিশুর মৃত্য়ু হয়। শনিবার রাতে, বিসি রায় শিশু হাসপাতালে মৃত্য়ু হয় অ্য়াডিনো ভাইরাসে আক্রান্ত হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, ৯ মাসের শিশুকন্য়ার।রবিবার সকালে, এই হাসপাতালেই মৃত্য়ু হয় বাদুড়িয়ার বাসিন্দা, ৮ মাসের শিশুর। তার ডেথ সার্টিফিকেটে উল্লেখ, সিভিয়ার নিউমোনিয়া।ভয়ঙ্কর এই পরিস্থিতিতে শিশুর অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


আরও পড়ুন: Kolkata News: আরজি কর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বদল